পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল দ্রবরূপে ছিল সেই প্রভুর শরীরে । বিষ্ণুপদ পরসিয়া বড়হি গম্ভীরে ॥ বড় মহাবেগে পড়িলা সেই পদে । চরণ বাহিয়া ধারা পড়িছে আমোদে ॥ নিৰ্ম্মল সকল দিগ নিৰ্ম্মল আকাশ । পরম আনন্দে গঙ্গা করিলা প্রকাশ ৷ বিষ্ণুর বিক্রমে গঙ্গা প্রকাশ কারণ। এক কালে দুহার প্রভাব সংঘঠন ৷ অমর আনন্দে ব্ৰহ্মা ব্ৰহ্মলোকে বৈসে । প্রভুর চরণে পূজা করএ বিশেষে ॥ পাদ্য অর্থ দিল গন্ধ পুষ্প চন্দন । নানান সুগন্ধি দ্রব্য করয়ে পূজন । অশেষে বিশেষে স্তুতি প্রভুর চরণে । পর পরম ভকতি শ্রদ্ধা একমনে ॥ চরণে পড়িআ গঙ্গা হইলা বহু ধারা । অক্ষয় অব্যয় সেই বড়হি গম্ভীর ॥ চরণ বাহিঅ ধারা ধাইছে আকাশে । হইয়া বিবিধ রূপ তথাই বিলাসে ॥ ব্ৰহ্মলোক হোতে ধারা আইলা তপলোকে । ধ্ৰুৰলোক দেখিয়া ত পরম কৌতুকে ॥ শুনহ ভকত মন করিয়া নিশ্চল । দ্বিজ মাধবে কহে গঙ্গা-মঙ্গল ॥