পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গা-মঙ্গল ¢ፃ - SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ব্ৰহ্মলোক হৈতে ধারা আইল তপলোকে । তপলোক বাসে সব ফিরে পাকে পাকে ॥ ধ্রুব লোকে আইল গঙ্গা শূন্তের উপরে। সাধিলা ধ্রুবের মান জাইছে অম্বরে। জণলোকে আইল গঙ্গা আকাশগামিনী । জনলোকে থাকিয়া দেখিছে ঋষি মুনি। সানন্দিত হইয়া সবে করে পরিহার। গঙ্গা দরশনে আজি পাইল নিস্তার। সপ্ত ঋষি আদি তথা জথ মুনিগণ । ধন্ত ধন্ত হৈল দেহে মানিল তখন ॥ ФУ О জনলোক তপলোক সত্যলোক জানে । গঙ্গার মহিমা গাএ সানন্দিত মনে ॥ স্বরলোকে আইলা গঙ্গা শূন্তের উপরে। নিৰিড় দল বায়ু উপরে খর ধারে। মহীলোকে আইলা গঙ্গা আকাশগামিনী। হিল্লোল কল্লোল ঘন কোলাহল শুনি ॥ ব্ৰহ্মাণ্ড হইতে ধারা বহে নারায়ণী । দেবলোকে আইলা গঙ্গা হুইলা মন্দাকিনী ॥ শত তরঙ্গে গঙ্গা আছেন শিখরে । দুই কুলে দেবের পুরী দেখিতে সুন্দরে। (to Go তিন লোকে বিজই পতাকা ভগবতী। স্বরলোকে রৈল গঙ্গা দেবের সংহতি ॥ এই মতে গো দেৰী আইলা দেবলোকে । দেবের সদন ভেল পরম কৌতুকে।