পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধানশী রাগ | প্রণমোহ গণপতি গৌরীর নন্দন। ভকতবৎসল দেব বিঘ্নবিনাশন। খৰ্ব্ব স্থলতর তনু লম্বিত উদর। কুঞ্জর সুন্দর মুখ অতি মনোহর । সিন্দূরে মণ্ডিত চারু গও স্বলক্ষণ। চারি ভুজে শোভা করে অঙ্গদ কঙ্কণ ॥ মদগন্ধ গণ্ডস্থল অলিকুল সাজে। দন্তে বিদারিত আরি গণপতি রাজে ॥ মণি বিরাজিত চারু নৰ হিমকর। সহিত মুকুট জটা শিরের উপর। মদগন্ধ গণ্ডস্থল শুও ত্রিনয়ন । মূষিকবাহন পীত বস্ত্র পরিধান। তপস্বীর বেশ দেব লম্বিত চারু ভুজে। আগে আবাহন ঘারে করে শুভ কাজে ॥ গণেশের চরণ-সরোজ-মধু লোভে । দ্বিজ মাধবানন্দে আলি হইয়া শোভে ॥ ( জাগরণ । ) ধানশী রাগ প্ৰণমহো গণপতি গৌরীর নন্দন । শুভ বুদ্ধিদায়ক বিম্ব বিনাশন ॥ ধ্রু । খৰ্ব্ব স্থল তরল তনু লম্বিত উদর। কুঞ্জর সুন্দর মুখ অতি মনোহর।