১৯৭২ সালের বাংলাদেশ শিল্পোদ্যোগ (রাষ্ট্রায়ত্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৭)
১৯৭২ সালের বাংলাদেশ অভ্যন্তরীণ জলযান কর্পোরেশন আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৮)
১৯৭২ সালের বাংলাদেশ (সম্পত্তি ও পরিসম্পৎ ন্যস্তকরণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ২৯)।
১৯৭২ সালের বাংলাদেশ বীমা (জরুরী বিধানাবলী) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৩০)।
[১][১৯৭২ সালের বাংলাদেশ নিত্যব্যবহার্য দ্রব্য সরবরাহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৪৭)]
[২][১৯৭২ সালের বাংলাদেশ তফ্সিলভুক্ত অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫০)]
[৩][১৯৭২ সালের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী সংগঠনসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৪)]
[৪][১৯৭২ সালের বাংলাদেশ পাট রপ্তানী সংস্থা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৭)]
১৯৭২ সালের পানি ও বিদ্যুৎ উন্নয়ন পর্ষদসমূহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৯)।
[৫][১৯৭২ সালের বাংলাদেশ সরকার (সার্ভিসেস্ স্ক্রীনিং) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৬৭)]
- ↑ “১৯৭২ সালের বাংলাদেশ নিত্যব্যবহার্য দ্রব্য সরবরাহ আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৪৭)” লিপিবদ্ধ বিষয়টি the Bangladesh Consumer Supplies Corporation (Repeal) Act, 1981 (Act No. III of 1981) এর ২ ধারাবলে বিলুপ্ত।
- ↑ “১৯৭২ সালের বাংলাদেশ তফসিলভুক্ত অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫০)” লিপিবদ্ধ বিষয়টি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ১৪ নং আইন) এর ৩৬ ধারাবলে বিলুপ্ত।
- ↑ “১৯৭২ সালের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী সংগঠনসমূহ (কর্মচারীদের বেতন-নিয়ন্ত্রণ) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৪)” লিপিবদ্ধ বিষয়টি the Regulation of Salary of Employees Laws Repeal Ordinance, 1977 (Ordinance No. XLII of 1977) এর ২ ধারাবলে বিলুপ্ত।
- ↑ “১৯৭২ সালের বাংলাদেশ পাট রপ্তানী সংস্থা আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৫৭)” লিপিবদ্ধ বিষয়টি বাংলাদেশ পাট কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৮৫ (১৯৮৫ সনের ৩০ নং অধ্যাদেশ) এর ১৯ ধারাবলে বিলুপ্ত।
- ↑ “১৯৭২ সালের বাংলাদেশ সরকার (সার্ভিসেস্ স্ক্রীনিং) আদেশ (১৯৭২ সালের পি.ও. নং ৬৭)” লিপিবদ্ধ বিষয়টি the Government of Bangladesh (Services Screening) (Repeal) Ordinance, 1977 (Ordinance No. XV of 1977) এর ২ ধারাবলে বিলুপ্ত।