পাতা:গল্পগুচ্ছ (তৃতীয় খণ্ড).djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
}কর্মফল
৫২৩

পছন্দ করবে। সতীশের বাপ তাে এ-সব কথা একবার চিন্তাও করেন না, বলতে গেলে আগুন হয়ে ওঠেন, ছেলের ভবিষ্যতের কথা আমাকেই সমস্ত ভাবতে হয়।

ষষ্ঠ পরিচ্ছেদ

মিস্টার ভাদুড়ির বাড়িতে টেনিসক্ষেত্র

 নলিনী। ও কী সতীশ, পালাও কোথায়?

 সতীশ। তােমাদের এখানে টেনিস পার্টি জানতেম না, আমি টেনিস সুট পরে আসি নি।

 নলিনী। সকল গােরুর তাে এক রঙের চামড়া হয় না, তােমার নাহয় ওরিজিন্যাল বলেই নাম রটবে। আচ্ছা, আমি তােমার সুবিধা করে দিচ্ছি। মিস্টার নন্দী, আপনার কাছে আমার একটা অনুরােধ আছে।

 নন্দী। অনুরোেধ কেন, হকুম বলুন না—আমি আপনারই সেবার্থে।

 নলিনী। যদি একবারে অসাধ্য বােধ না করেন তাে আজকের মতাে আপনারা সতীশকে মাপ করবেন—ইনি আজ টেনিস সুট পরে আসেন নি। এতবড়াে শোচনীয় দুর্ঘটনা।

 নন্দী। আপনি ওকালতি করলে খুন জাল ঘর-জ্বালানােও মাপ করতে পারি। টেনিস সুট না পরে এলে যদি আপনার এত দয়া হয় তবে আমার এই টেনিস সুটটা মিস্টার সতীশকে দান করে তাঁর এই—এটাকে কী বলি! তােমার এটা কী সুট, সতীশ—খিচুড়ি সুটই বলা যাক—তা আমি সতীশের এই খিচুড়ি সুটটা পরে রােজ এখানে আসব। আমার দিকে যদি স্বর্গের সমস্ত সুর্য চন্দ্র তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তবু লজ্জা করব না। সতীশ, এ কাপড়টা দান করতে যদি তােমার আপত্তি থাকে তবে তােমার দরজির ঠিকানাটা আমাকে দিয়ো। ফ্যাশানেবল ছাঁটের চেয়ে মিস ভাদুড়ির দয়া অনেক মুল্যবান্।

 নলিনী। শােনাে শােনাে সতীশ, শুনে রাখাে। কেবল কাপড়ের ছাঁট নয়, মিষ্ট কথার ছাঁদও তুমি মিস্টার নন্দীর কাছে শিখতে পার। এমন আদর্শ আর পাবে না। বিলাতে ইনি ডিউক ডাচেস ছাড়া আর কারও সঙ্গে কথাও কন নি। মিস্টার নন্দী, আপনাদের সময় বিলাতে বাঙালি ছাত্র কে কে ছিল।

 নন্দী। আমি বাঙালিদের সঙ্গে সেখানে মিশি নি।

 নলিনী। শুনছ, সতীশ? রীতিমতাে সভ্য হতে গেলে কত সাবধানে থাকতে হয়। তুমি বােধ হয় চেষ্টা করলে পারবে। টেনিস সুট সম্বন্ধে তােমার যেরকম সূক্ষ্ম ধর্মজ্ঞান তাতে আশা হয়।

অন্যত্র গমন

 সতীশ। (দীর্ঘনিশ্বাস ফেলিয়া) নেলিকে আজ পর্যন্ত বুঝতেই পারলেম না। আমাকে দেখে ও বােধ হয় মনে মনে হাসে। আমারও মুশকিল হয়েছে, আমি কিছুতে এখানে এসে সুস্থমনে থাকতে পারি নে—কেবলই মনে হয়, আমার টাইটা বুঝি কলারের উপরে উঠে গেছে, আমার ট্রাউজারে হাঁটুর কাছটায় হয়তাে কুঁচকে আছে। নন্দীর মতাে কবে আমিও বেশ ঐরকম অনায়াসে স্ফূর্তির সঙ্গে—