পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জশ্বিন, ১e৪e ] এইবারে কিন্তু কে বন এলে, সে একবারে সেই বিজোবন। অজগর ‘বিজোৰল। গল্পে শুনেছিলাম, “পাত পড়েছে—ষ্ণুলো হচ্ছে”— “ডাল পঙ্কছে ঢেকি হচ্ছে”—শ্বর্থাৎ জনমনিষিা ও সেখানে বড় ধীয় না । মাঝখানে সুরু টুকু—কাঠুরে রাপাল আর গরু-বাছুর দুপুরে কখলে কখনো যায়। আর কেউ গঙ্গার পথে গেলে যায়। তাও যুর বলেই স্বায় স্বৰ, এটা বন-পথ । জ্যোৎস্বতে একেবারে রূপে ঢেলে জিয়েছে গাছে গাছে যেন । শিশির চক্চক্ৰ কয়ছে । জ্ঞার এত আলো আীয় ছায়ায় খেলা যে, চাইতে ভয় করে । মনে হয় ঐ খেল কি সরে গেল, কি মৃভুল, আর কি দেখলাম। কিন্তু একবারে নিঝুম্ স্বৰ। কোনোদিকে বড়িশষ নেই। আমাদের গা ছমছম করতে লাগল। মনে *হ’ল তারা কই, আরও যার গায়ের সব আসবে । তারা কখন আসবে। মেজখুড়িম। আর কথাটী কইছেন না। আমি একবার বল্লাম, খুড়িয়া তারা?” খুড়িমা বলেন, "জাগছে বোধ হয়, চল চল এগিয়ে মাঠে গিয়ে দাড়াব’খন” । থানিকদুর গিয়েই মাঠ পেলাম দ্বেগতে । প্রাণটা যেন গোলা পেয়ে বঁIচল। এগোতে থাকি, কিন্তু না ৰাম না গঙ্গা, কোনো সাড়াশজই সেই পেছলে । এবারে খুড়িম করেন, “তার হুব্রত অক্স পথে গেছে বা । আর পথ দাঁছে ? —জিজ্ঞাসা করি খুড়িমা বলেন, "ভ" থাকতে পারে বইকি । খানিক গিয়ে দেখি– সামনে দূরে একটা লোক আমাদের দিকে আসছে। আর আমরা যেন এগুচ্ছি,-সে পেছোচ্ছে ? ঈiড়ালাম দু’জনে । তা’ হ’লে ওকে পথ জিজ্ঞাসা করব। hও হবে । ওই জার্ক। মাৰী-পূর্ণিমায়গঙ্গাঙ্গান ళ్సీఖీ হঠাৎ চোখ পড়ল আমার সেই কাকড়। গাছের ছিকে এসেছি । মুক্তিস্থা বল্পেন, বৌমা ঐ সেই গাছ না – এ পথ নয়। চল ওদিকে । আমরা ফিরি, লোকটাও যেন দূরে যেতে লগেল । খুড়িম বয়ন, “ওদিকে ঘাট কি না তা হয় ত কেউ বাস্থল এসেছে, তা যাক্ গে। স্বাম্বর নাবার ঘাটেই যাই চল ।” स्वशिब्रि क्रिड् किं श्य षडदोर्ब्रडॆ शाशॆ श्रूव ঘুরে এ দিৰেই বলি ভেঙ্গে আসি। এমনি বার তিনেক হতে শেষকালে একজায়গায় বসলাষ । বল্লাম, ‘খুড়িম একটু বলি– খুড়িমা আর কিছু বল্পেন না, শুধু একটু টেনে অল্প দিকে এসে বল্পেন, “বোলে যা। অামাকে কোলের কাছে নিয়ে বললেন । তখন আদি লক্ষ্য করলাম খুড়িমা জান্তে আস্তে ঠাকুরদের নাম करष्कूम । ब्रांम ब्रांभ छूर्भ छूर्भी राणदइम । छा' গঙ্গা ঠাকুরের নাম তো লোক করেই, ভয়ের জক্টে নাও হতে পারে । কখন যে এসেছিলাম আর উঠলাম কিছুই মামাদের খিলেব ছিল না। একটী একটী মিনিট ৪ অনেক সময় অনেকট। ননে ছয় । ঘাই হোৰু, হঠাৎ কোনদিকে, ঘাটের দিকেই হবে একটা গান শোনা গেল। স্থর এগিয়ে এলো । খুড়িমা হাঁপ ছেড়ে বঁচিলেন, ধল্লেন, “ঐ হুখি বৈরিণীর গল, তাকে ঘাটের পথ জিজ্ঞাসা করি। ওঠে ভে ৰেীম, কাপড়টা ঝেড়ে পরে, দেখতে কোণ গেন্ধো নেই তো – আমি উঠলাম, কাপড়ে দেখলাম গেরো আছে, খুটিতে শুকুতে দেবার জন্ত যে ছোট্ট গেরো জমির দিই – ८झरलङ्गां बtज्ञ, "gशंद्रव्रांख्ठि कि *कुमां ?”