পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগ্রন্থায়ণ, ১৩৪e 1 অপরূপ ভঙ্গী, ওঠে ছিল অফুরন্ত জানন্দের উৎস! সেই চিস্তার মধ্যে সে নিজেকে ডুবিয়ে রাখতে চাইলে—কিন্তু সকল চেষ্টাই বার্থ হয়ে গেল ! মন্ত্ৰ-মুখর রাজি, বিবাহ-বাসৱ, শ্বশুরুগৃহ, স্বাধীর যত্ন, সব মুছে গিয়ে অলকের মুখখানিই বড় হয়ে উঠল। সে উন্মত্তর মত চান্ত্রিধরে চুটাছুটি করে বেড়াতে লাগল। স্বাম্রমুকুলের গন্ধ বয়ে এনে স্বাভাল সাড় দিয়ে গেল বসন্তু এসেছে বলে । অলঙ্ক সেদিন আfর কিছুতেই মিক্ষেকে লামলাতে পারলে না। প্রীতি কি একট। কাজ ধরে আসডেই তার লুকনো পশুত্ব মাথা চাড়া দ্বিয়ে উঠল— পতিকে নিজের কাছে টেনে নিয়ে লে চুঙ্গনে চুম্বনে তাকে আচ্ছন্ন করে তুললে। সে স্পর্শের কল্পনা একদিন প্রতিকে উন্মা করেছিল, আজ তাই তাঁকে বিদ্রোহ করে। তুললে । সজোরে নিজেকে ছিনিয়ে নিয়ে সে শরহিত হরিণীর মত ঘর থেকে বেরিয়ে গেল। সুই-মার সঙ্গল-চোখ ছুটি যেন তার চরপাশে ঘুরছে । তার জীবনের সব চেয়ে বড় কামনা লক্ষ্মীপ্রতিমার মত বউ, হীরার টুকরার মত বংশধর । ল, না, কোন কিছুর বিনিময়েই লে তাকে অপমান করতে পারে না ! তরুণ ঝুৰ্য্যের অরুণ অভি। আকাশের গায়ে রং ধরিয়েছিল। তখনও ধরার বুকে কোলাহুল জেগে ওঠে নি। অলকের হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। ধীরে ধীরে সে প্রক্তির ঘরের স্বয়ঞ্জার সামনে এসে দাড়াল । দরজা খোলা। উকি মেরে দেখলে, প্রতি নেই। সে ঘরে ঢুকে বিছানার ওপর একটা চিঠি দেখতে পেলে । তার সারা মনে ধেন বেদনার স্বন কালো ছায়া झन्झुम्रो 8#{# জমা হয়েউঠল । পীড়ি চলে গেছে তার কোন আত্মীয়ের ষাড়ী । খলক এ পধান্ত কখনও শোনে নি যে, গীতির স্বাস্ত্রীয় বলে কোন জীব জগতে আজও বিঞ্চমান । খলিত পদে নিজের ঘরে এসে সে প্রীতির হাতের সাজান সমস্ত জিনিষের দিকে একদৃষ্টি চেয়ে রইল। প্রতি কেন গেল, তা সে অনেক চেষ্টা কয়েও বুঝে উঠতে পারলে না। তার সারা অস্তব হাহাকারে ভরে উঠল । না পেয়ে হারাণোর চেয়ে পেরে হার|পোর বেদনায় যে কৃত জাল, তা আর কেউ না । যুষ্ণুক, অলক কিন্তু তা রক্তে রক্তে অনুভব করতে লাগল ? চোগের সামনে ভেসে উঠল তাঁর কৈশোরের রঙিন স্বপ্ন ! মিথ্যা ? তাই বা লে কি করে’ বলবে? সংসারের শুকঠিন চাপে জ্বলক আজ ভরক্ষাস্থ ; স্ত্রী-পুত্র নিয়ে ব্যতিবাপু । ডাক্তারী ফেল করে কোথাও কৃঞ্জি না পেয়ে যে এগণ বাড়ীকেই ডিসপেনসারি খুলে বসেছে। গ্রামের ভিস্পেন্যারি । উপায় হয় না তেমন। স্ত্রী মীরা খল্গনে গলায় বললে—বলি যে চাল বাড়ন্ত বৰুম, তা কি মনে নেই ? এখন এক্টগুলোয় পিণ্ডি জোগাই কোঁখেকে বল ত ? অলক সেই স্বরে স্বর মিলিয়ে বললে—কাল বললে কারও মনে থাকে না কি ? আঞ্জ বতে কি হয়েছিল ? মীরা উত্তর দিলে—যে এত লেখাপড়া মনে করে রাখতে পারে, তার স্বার সংসারে সামান্ত কি দরকার মলে থাকে না ? ওঃ, ভারি বিদ্বান ! ছেলে-মেয়ের বায়না ধর্লে—বাবা, খাবার প্রনে রাঞ্চ, থিদে পেয়েছে ! অলক অধৈৰ্য্য হয়ে তখন তাদের গালে চড়