Ri) ঐক্ষুধাংশুকুমার গুপ্ত, এম্-এ অদ্ভুত বুদ্ধি তার। কতবার কত রকমের সাংঘাতিক কাজ করেছে সে, পুলিশ ভার কিছুই ৰুরতে পারে নি। এমন সাবধানে কাজ করে লে,যে, পুলিশ তা'কে কোনমতে সম্বেই-ই করতে পারে না। মনে তার শ্বর্য ছিল,—কাজে তার ভূল হয় না কোনদিন । বাস্থবিক তার দস্ত বুদ্ধিমান লোক যে কাজেই হাত দিক্ ল কেন. চেষ্টা তার ধার্থ হবার নয়। শহরের পাক৷ ব্যবসাজারেরাও তার যত বৃদ্ধি ধরে কি না গশেহ। সে যদি এ পথে না এসে জীবিকাঅর্জনের জন্য কোন পথ নিৰ্ব্বাচন করত, তা হলেণ্ড অনায়াসে সে আর পাচজনকে ছাড়িয়ে শ্বেত— এমনই ছিল তার বুদ্ধির প্রাধৰ্য্য। তার বুদ্ধিদেণে তাঁর সঙ্গীর অনেক সময় স্তম্ভিত হ’য়ে যেত । একখানা খোল চিঠির উপর দৃষ্টি রেখ ণে চুপ কয়ে চেয়ারের উপর বসেছিল। মাথায় তার নানা রকমের চিন্ত ঘুরপাক খঙ্গে । হঠাৎ যে এই ৰিপদটা এসে পড়বে, তা সে ভাবতেই পারে নি। আর বিপণটাও বড় গোল লয়। যদি লে সেটা কাটাতে না পারে, তা’ হ’লে নিশ্চয়ই শশীকাঠে ঝুলতে হবে। কমাস ধরে সে এই কুটীরে লুকিয়ে আছে—শহর থেকে বহুদূরে। কেউ তার লুন্ধান পায় নি । দলের একজন এসে মাঝে নাঝে দেখা করে । যা কিছু তার দরকার, সেই গোপনে দিয়ে যায়। নিকটে লোকের বগতি নেই। মাইল দেড়েক তফাতে এক গোরস্থান ; সেখানেও একজন চৌকিদার ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। কৰিদেশ গল্পের অনুসরণে গোরস্থানের কথা মনে হতেই লে চঞ্চল চিস্তাগুলোকে জড় করে নিয়ে কি যেন ভাববার চেষ্টা করলে। ভাবতে ভাবতে চোখ দুটো তার উজ্জ্বল হয়ে উঠলে । গোরস্থান । শব্দটা মাখার মধ্যে যেন বিচিত্রম্বরে বাজতে লাগল । কি-একটা অস্পষ্ট কল্পনা ক্রমশ: যেন স্পষ্ট হয়ে উঠতে লাগল। চেম্বারে ঠেঙ্গ দিয়ে বসে সে একটা চুফট ধরিয়ে নিলে। চুরুট টানতেটানতে ঘরের চারিদিক একবার বেশ করে দেখে নিলে ; যা কিছু তার দরকার হতে পারে সবই আছে । চিস্তার কোন কারণ নেই । পুলিলের চোখে গে অনায়ালেই ধূলো দিতে পারবে। জীবনে কোন কাজে সে কোনদিন বিফল হয় নি, আজও হবে না । ম্ভাবতে ভাবতে তার চিন্তুষ্ট ধারা ডিম্ব দিকে চল্গ। এবার স্ত’কে খুব সাবধানে কাঙ্ক করতে হবে। সামান্ত একটু ত্রটির জন্ধে গাজ এই বিপদ। দীর্ঘকাল লে এই পথে আছে, কথন ধৱ পড়ে নি। তার চেহারাও পুলিশের লোক কখন ভালে কল্পে ধেধবার স্বধোগ পায় নি। সেই ধনী মহাজনকে হত্য করার পরদিনই সে শহর ত্যাগ করেছে। পুলিশ তার খোজ পেয়েছে সভ্য, কিন্তু জ্ঞা'কে ধর] তাদের কপী লয় ...সেই বিপদের মধ্যেও সে নিজের বুদ্ধির জ্ঞারিফ ল কল্পে পারলে না । এমন চমৎকার ভার ব্যবস্থা যে, পুলিশ ভার সন্ধান পেতে-নাপেতেই তার কাছে ওই সংবাদ চলে এসেছে। টেবিলেৰ উপর থেকে চিঠিখান নিয়ে সে একটু নাড়াচাড় করলে ।
পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৫৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।