ফাঙ্কন, ১৩৪e ] আজ তুমি আমায় বল, মনীষা দেবী, ৰিজন্ম দত্ত, চন্দ্রা, নিশীথবাবু—এদের সঙ্গে তোমার কি গোপন সম্পর্ক আছে ? যে রংগু চারিদিকে খণিয়ে উঠে তোমাকে এমন-কোরে দুঃস্থ আৰ্ত্ত করে তুলেছে, সে স্বহস্কের যখনিক তুমি জ্বাজ আমার কাছে উদঘাটিত করে দাও। বাবা করুণ কোমলকণ্ঠে বলেন-কেভকী, আজকের দিনটা জামায় রেহাই দ্ধে যা ; কাল তোর সকল প্রশ্নের উত্তর জামি দেব ! আঠারো অকস্মাৎ কথাটা আমার অন্তরের অস্থঃস্থল থেকে উঠে আমার চারিধারে তার শিপা বিস্তুর করলে যেন – পাগল ! আমি কি পাগল হয়ে গিয়েছি--- ছি, ছিঃ, কেমন ক’রে শু-কথা আমার মনে উদয় হ’তে পারলে}– আমি হয়েছি ঈর্ষাধিতা ? চন্দ্রার প্রতি আমার মনে প্রচ্ছন্ন ঈর্ষা জেগেছে , এবং সে ঈর্ষার কেন্দ্রস্থল, নিশীথবাৰু ? শয্যা ছেড়ে উঠে বসলাম ; লজ্জায় এবং উত্তেজনায় আমার দুই কাল গরম হয়ে উঠেছে । কথাটা ভেবে আমার হালি পাওয়াই উচিৎ ছিল মনে ক’রে সহসা সশব্দে হেসে উঠলাম । কিন্তু লে-হাশিল্প প্রতিধ্বনি গুলৈ ভয় হ’ল— অস্বাঙাবিক হালি, স্কৃত্রিম জালি । কিন্তু গা । এ দুর্বলতাকে রসসিক্ত করে প্রশ্রয় দেবার সময় আমার নেই। যে-কথা আমার স্বপ্নের মধ্যে জেগেছে, স্বপ্নের মধ্যেই তার অবসান ঘটুক । সারারাত ভালো ঘুম হয় নি। ভোর ৰেল খানিকটা বেড়িয়ে অবসর দেহকে ঠিক করে নেব ভেবে, বাড়ী থেকে বেরিয়ে প্রথমেই যাৱ দেখা পেলাম, তিনি হচ্ছেন নিশীথবাৰু ? নীলাঞ্জন ጬማ তখন খুব ভোর । গাছের মাথায় পার্থীর ছানার লখে মুম্ব থেকে উঠে কাঞ্চলী স্থক করেছে । গাছের ফণক দিয়ে সঙ্গা-স্বাক্ষা স্থধোৱ জালে যেন তীরের ফলার মতে ছুটে আসছে। ভাগই একটা রশ্মিরেখা একেবারে আমার জু'চোপেক্স ওপর এসে পড়ল । লিষ্টখবাবুকে যেন নতুন করে দেখলাম । হনীর একটি রেশমের পিরাণ ভেদ করে স্ট্রার সুগঠিত দেহের সেীৰ দীপ্তি পাচ্ছে । ক্টোচামো ধুতির অগ্রভঙ্গ মাটীতে এসে ঠেকেছে। যুখে তার কোমল স্নিগ্ধ হালি... কিন্তু কি আশ্চৰ্য্য, এলি দিনের এমন মধুর সকালটিকে নষ্ট করে তঁাকে আঘাত কুরবার দুৰ্দ্দননীয় প্রবৃত্তিকে আমি সংস্কৃত করতে পারলাম না 7 বক্রভাবে হেণে বল্লাম-সমস্কার । বন্ধুসুন্দর্শনে চলেছেন বুঝি ? কথাটা তিনি বুঝতে পারলেন না ? নিশীথ বাবুর বোধ শক্তি লুবদিকে কম । অনেক সহজ কথাই ভিনি বুঝতে পারেন না । বল্লীন-আপলার ধন্ধু অর্থাৎ বান্ধবী, যানে শ্ৰীমতী চন্দ্র। ; বুঝেছেন এইবার । তিনি তো এইখানেই আছেন । নিমিষে চার মূপের প্রস্থ দীপ্তি মরে খেল— সুকলম্মেলাকার স্বর্ধা যেন এরই মধ্যে আন্ত গেছে । শুষ্ককণ্ঠে বলেন--ষ্টা, লে এইখানে স্বাছে, বাজারের কাছে ডায় এক পরিচিত লোকের বাড়ীতে উঠেছে। —এখন কিছুদিন এইখানেই থাকবে বোধ কলি ? —-সম্বৰ । -সে জন্সে আপনি নিশ্চয়ই খুব উল্লসিত স্বোধ করছেন ? জ-কুঞ্চিত করে নিশীথৰাৰু উঠলেন-ছোয়াটু ননসেন্স’ ! ব’লে
পাতা:গল্পলহরী-নবম বর্ষ.djvu/৬৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।