পাতা:গল্পস্বল্প.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৭ )

প্রভাত।

অরুণ মুকুট শিরে, অধরে উষার-হাসি,
পদতলে ফুটে ওঠে শত শত ফুলরাশি!
শুভ্র পরিমলবাসে উথলিত তনুখানি,
ধরায় চরণদান করিছে প্রভাতরাণী!
আনন্দের কোলাহলে চারিদিক নিমগন,
পাখী গায় আগমনী, হাসে বন উপবন।
কম্পিত সরসী হিয়া, মৃদু ঝুরু ঝুরু বায়,
কমল কোমল আঁখি সুধীরে খুলিয়া চায়।
উপকূলে থরে থরে বায়ুভরে দুলি দুলি
হরষে সরসে মুখ দেখিতেছে তরুগুলি।
এসেছে তুলিতে ফুল বালিকা সাজিটি হাতে,
ভুলে গেছে ফুল তোলা চেয়ে আছে নভ-পাতে।
শুভ্র অভ্র জ্যোতির্ম্ময়-অরুণ কিরণ মাখা,
গাহিয়া উড়িছে পাখী বিছায়ে পেলব পাখা।
বালিকা দেখিছে চেয়ে, ফুল তোলা গেছে ভুলে,
প্রতিধ্বনি গাহিতেছে সপ্তমে লহরী তুলে।
কোমল অমৃত সুরে বিভু নামে উঠে তান।
প্রভাত আনন্দ-মগ্ন সে গীত করিয়ে পান!