এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
( ৩০ )
ঝটিকা।
মেঘে মেঘে মেঘে, ছেয়েছে আকাশ,
দেখা নাহি যায় চাঁদিয়া আর,
নদীর উরসে ঢেউ সাথে ঢলি
খেলে না জোছনা রজত ধার।
মৃদুল পবন বহেনাক আর
গাছের একটি পাতা না নড়ে,
বহে কি না বহে তটিনী কে জানে
ঢেউ ত একটি নাহিক পড়ে।
আঁধার আকাশ স্তম্ভিত ধরণী
মন্ত্রস্তব্ধ যেন চারিটি ধার!
কি বিপ্লব কথা নীরবে কহিছে
থাকে না বুঝি বা জগৎ আর!
তটিনীর কূলে কুঁড়ে ঘরখানি
দ্বারের বাহিরে জেলেনী, জেলে—
ভয়াকুল প্রাণে আছে দাঁড়াইয়ে,
কুটীরের স্নিগ্ধ আলোক ফেলে।
গাথা হইতে ঝটিকার বর্ণনা অংশ গৃহীত।