পাতা:গল্পস্বল্প.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৩৯ )

এস চাঁদ মেঘ সনে শুধু লুকোচুরি খেলো,
খেলিবে মোদের সাথে কত খেলা আরো ভাল।

“মিছে ডেকে কাজ নাই, আসিবে না, বোন! শশী;
ঐ—রাখিবারে কথা তোর, তারাটি পড়িল খসি!” 

“আমি যদি ওগো দাদা, এক রাশ তারা পাই,
তাহলে গাঁথিয়ে মালা, তোমারে পরাই ভাই!”

“চল তবে চল বোন, কাজ নেই করে দেরী,
রাত হয়ে এল অই, চল যাই ঘরে ফিরি।

“কেমন সুখেতে আজ দিন কেটে গেল ভাই
প্রণমি বিভুর পদে চল এবে ঘরে যাই।”


শ্রীহিরন্ময়ী দেবী।