পাতা:গল্পাঞ্জলি.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাজুলী $*油 বাপু ? বঙ্ড যদি দেয় ত সাড়ে চারটাকা দু ষোড়ায় । তাও কতদিন পড়ে থাকৃবে বলা যায় না। হয় ত পূজোর এ দিকে কাটবেই না ।” রাইচরণ বলিল-“তা কাটৰে দাদাঠাকুর, খুব কাটবে। এ চুযোড়া হিসেবে না চড়িয়ে আজ আমায় নগদ চারটি টাকা দিম :P "নগদ ? কোথা পাব রে ? বিক্ৰী হোক তবে ত পাবি।” রাইচরণ তখন হাত দুইটি যোড় করিয়া বলিল—“দাদাঠাকুর, আপনি ব্রাহ্মণ-দেবতাতুল্য। আপনার কাছে মিথ্যে বলছিনে। আজ আমার বড় দরকার—তাই নগদ টাকাটা চাচ্ছি।” “কি দরকার ?” “আজ আমার ঘরে চাল নেই বলে সমস্ত দিন সপরিবারের খাওয়া হয়নি। বাজার কবে নিয়ে যাব তবে হাড়ি চড়বে।” ভট্টাচাৰ্য্য বলিলেন—“ত হু হল। কিন্তু আমার দিকটিও ত তোমার দেখা উচিত বাপু নগদ আমি যে চারটি টাকা দেব,—আর পুজো অবধি ও মাল যদি পড়ে থাকে, তবে এ কমাসে চারটাকার মুদটা হিসেব কর দেখি ?” m রাইচরণ ৰলিল—“মুদের কথা ধরবেন না দাদাঠাকুর।” “ন ধরলে চলে কৈ বাপু ? আমিও ত ছ।-পোষা মানুষ । আচ্ছ। আচ্ছা, তুমি যখন অত করে বলছ—তখন হিসেবে দুটো টাকা নিয়ে বাও।” —বলিয়া ভট্টাচাৰ্য্য মহাশয় বাক্স হইতে দুইটি টাকা বাছির করিয়া রাইসরণের হস্তে দিলেন। কিছুদূরে র্তাহার জ্যেষ্ঠ পুত্ৰ মৃত্যুঞ্জ বসিয়া দীকানের কায করিতেছিল । তাহার দিকে ফিরিয়া বলিলেন—*ও ঙ্গে মৃত্যুঞ্জয়, লেখ ত, রাইচরণ বসাক তন্তুবার, জমা দুই বোড়া আশী নব্বই নম্বরের প্রমাণ ধুতি বাবদ চার টাকা, খরচ দুই টাকা গুজরৎ খোদ ”— R