পাতা:গল্পাঞ্জলি.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o e গল্পাঞ্জলি ঘরে আর কি ছিল যে বিক্রী করব ?”—বলিয়া তাতিনী চক্ষে অঞ্চল शिकण । রাইচরণ বলিল—“লে কি আজকের মাদুলী! কত পুরুষ ধরে ঐ মাজুলী আমাদের ঘরে রয়েছে। ও মাদুলীর এমনি গুণ যে ছেলেপিলের অস্থখ-বিমুখ হলে, মাদুলী ধুয়ে সেই জল খাইয়ে দিলে অসুখ ভাল হয়ে যায়। সেই মাস্থলী তুই বিক্রী করলি ! মাছুলীর গুণে কখনও আমাদের কোন বিপদ আপদ হয়নি। মাজুলী গেল, এবার আমাদের সর্বনাশ কয়ে যাবে—আমাদের বংশে বাতি দিতে কেউ থাকবে না ।” র্তাতিনী বলিল—“ত কি আমি জানিনে ? আমি সব জানি । আমাদের পোড়া কপাল। কিন্তু দেখ, একটা কথা ৰলতে ভুলে গিয়েছি। স্তাকর মাছুলীটে ভেঙ্গে দেখলে, তার ভিতর পাকান গুটান একটা ভূজ্জিপত্র। আমাকে বলে তাতিবউ, এতে বোধ হয় কোন মস্তর তত্তর লেখা আছে— এটা নিয়ে যাও। সেটা আমি নিয়ে এসেছি। যা গুণ সেত সেই মন্তরের— সোণাটুকুরত নয় ? একটা তামার মাদুলীতে সেটা পূরে নিলে হয় না ” রাইচরণ কতকটা সুস্থ হইয়া বলিল—“তাত জানিনে। কোন ভাল লোককে জিজ্ঞাসা করা যাবে। যা হয়ে গেছে তার ত আর উপায় নেই। হরিদাস পুটু কোথা ?” 루 “তারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্তে ভাত রেখেছি, হাত পা । ধুয়ে খেতে ৰস।” "బ్లె খেয়েছিস্ ?” - তাতিনী ঈষৎ হাসিয়া বলিল—“তুমি উপসী রয়েছ, আমি কি থেতে পারি ? তুমি খাও—আমি পরে খাৰ এখন।” হস্তপদাদি ধৌত করিয়। রাইচরণ আহারে বসিল। আহারান্তে রোয়াকে একখানি ছেড়া মােছর পাতিয়া বসিয়া, তামাক খাইতে লাগিল৷ ”