পাতা:গল্পাঞ্জলি.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○W。 গল্পাঞ্জলি খাঠের চারিদিকে ঘুরির বেড়াই। এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিআ তোমাকেও আমার সঙ্গি করি । আমার একানে বডভো একলা বোদ হয়। আমার চেহার একন ওতিশয় খারাপ হইয়া গিআছে। আমার গাএর মাংসো চামড়া আর কিছুই নাই। খালি হাড় আছে তাও সাদা নয়। গংগাস্তিরে আমাকে জে পোড়াইআছিলে তাইতে হাড়গুনে কালে কালো হইয়া গিআছে । যাহা হউক নিজের রুপ বল্পনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না করিলে তোমার নলাটে অসেস দুগগতি নেকা আছে। রসমই । পুত্ৰ পড়িয়া খুড়া মহাশয়েরও মুখ কালিমাময় হইয়া গেল । ভীতস্বরে জিজ্ঞাসা করিলেন—“এ হাতের লেখা কার চিনতে পারছ ?” “খুব চিনি। তারই হাতের লেখা ।” “অন্ত কেউ জাল করেনি.ত ?

    • ভগবান জানেন ।”

খুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন । কিয়ৎক্ষণ ছাদের কড়িকাটের পানে চাহিয়া বলিয়া উঠিলেন—“জয়রাম—সীতারাম— রাম-রাঘৰ-রাৰণারি--রাম—রাম—রাম।” খুড়ামহাশয়কে. এতদবস্থায় দেখিয়া, ক্ষেত্রমোহনের আরও ভয় হইল । বলিলেন—“আচ্ছা খুড়ে মশায়-ভূতে কখনও চিঠি লেখে ?” খুড়া মহাশয় বলিয়া- উঠিলেন—“ভূত বলতে নেই—ভূত বলতে নেই—উপদেবতা ৰল। জয় রাঘব রামচন্দ্র।” 電 দুইজনেই নিৰ্ব্বাক্। অবশেষে খুড়া মহাশয় বলিলেন—“দেখ—কারুর —বদমাইসি নয়'ত ? এমনটাই কি হতে পারে? অনেক রকম ভৌতিক