পাতা:গল্পাঞ্জলি.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 o গল্পাঞ্জলি কলিশন বা নৌকাডুবি বা আর কিছু—সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে—মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই,—কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয়, হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এ চিঠি জাল । কিন্তু আপনার দৃঢ বিশ্বাস এ চিঠি তারই হাতের লেখা—জাল নয় । সুতরাং আপনার স্বী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ান্তর নেই। কারণ, এ বিংশ শতাব্দীতে,—ভূতের অস্তিত্ব কোন মতেই বিশ্বাস করতে পার যায় না ।” থিয়জফিষ্ট উকীল বাবুটি ইহা শুনিয়া বলিলেন—“কেন মশায়—বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোন মতেই বিশ্বাস করতে পারেন না কেন ?” নবীন মোক্তার বাবু বলিলেন—“কারণ আমি কখনও দেখিনি।” শুনিয়া মনোহর বাবু বিজ্ঞভাবে হাস্ত করিয়া বলিলেন—“সম্রাট সপ্তম এডোয়ার্ডকে কখনও দেখেছেন ?” “ন, দেখিনি।” * “তিনি আছেন বলে বিশ্বাস করেন ?” “করি । তার কারণ, আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। র্তার দশ বিশ খান ছবিও দেখেছি। কিন্তু ‘ভূত আমি নিজে দেখেছি’ এমন কথা আজ পর্য্যন্ত কাউকে বলতে শুনলাম না । সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে।” মনোহর বাবু র্তাহার স্থঘন দাড়ির মধ্যে দীর্ঘনখ অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন—“আপনি বল্লেন, হাজার হাজার লোক সম্রাটুকে দেখেছে। তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ • করেছে। আপনি বল্লেন যে সম্রাটের দশবিশ থানা ছবি দেখেছেন ।