পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন প্রথম পরিচ্ছেদ যে দিন সংবাদ বাহির হইল আমি সিভিল সার্ভিস্ ক্ষীয় দ্বিতীয় বার অকৃতকাৰ্য্য গ্ৰ দিন একটু যে মনঃক্ষুণ্ণ হই নাই এমন কথা কারণ এই যে, সারা বৎসর আমোদ প্রমোদ প্রভৃতি নানা গুরুতর কার্য্যে নিরতিশয় ব্যস্ততা প্রযুক্ত পাঠ অভ্যাসের মোটেই সময় পাই নাই। পাস হইতে পারিব না এই ধারণা পরীক্ষার পূর্ব হইতেই আমার ছিল, এবং লিখিয়া আসিয়া সে মত পরিবর্তনের কোনও প্রয়োজন বিবেচনা করি নাই । ফেল হইয়া অবনতমস্তকে আমার বেজ ওয়াটারের বাসায় ফিরিয়া আসিলাম । তখন নভেম্বর মাস । সারা দিনে স্থৰ্য্যের মুখ দেখিতে পাওয়া যায় নাই। মাঝে মাঝে টিপি টিপি বৃষ্টি হইতেছে । ভিতর ও বাহির হইতে অন্ধকারের চাপে আমার বুকটা যেন পিষিয়া যাইতে লাগিল। আমার বাসার অনতিদূরেই “দি আর্টেজিয়ান” নামক একটি দোকান ছিল, সেখানে মনের অাঁধারের ঔষধ বিক্রয় হইত। ল্যাণ্ডলেডিকে ডাকিয়া সেই ঔষধ এক বোত্তল আনাইয়া লইলাম। সোড়াওয়াটার অনুপানযোগে কয়েক মাত্র তাহা সেবন করিতেই আমার মন হইতে মেঘান্ধকার কাটিয়া গেল। তৎপরিবর্তে তথায় নবোদিত সুৰ্য্যের অপার * আলোক অনুভব করিলাম। মনে হইল—“উঃ, ভাগিয়ুস, ফেল হইয়াছি।