পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb" গল্পাঞ্জলি আমি তাহাকে প্রত্যভিবাদন করিয়া বলিলাম—“আমি আপনার আসন হইতে অল্প দূরেই উপবিষ্ট ছিলাম।” বৃদ্ধ বলিলেন—“আমায় ক্ষমা করিবেন—আপনি কি ভারতবর্ষ হইতে আসিয়াছেন ?” “আমি বাঙ্গালী ৷” “কলিকাতার ?” আমি বলিলাম—“কলিকাতাতেই আমাদের নিবাস ।” বৃদ্ধ একটু নীরব থাকিয়া বলিলেন—“আমার এ সকল প্রশ্নে আপনি বিরক্ত হইতেছেন না ত ? আমি শুধু অলস কৌতুহলের বশবৰ্ত্তী হইয়া আপনাকে জিজ্ঞাসাবাদ করিতেছি না।” আমি বলিলাম—“সে বিষয়ে আমার সন্দেহ নাই। আপনার যাহা জানি ক’প আছে, আপনি অনুগ্রহ করিয়া অবাধে আমায় জিজ্ঞাসা করুন ।” o বহু ধন্যবাদ । পঞ্জাব কিম্বা মধ্যভারতে আপনি বেড়াইয়াছেন কি ?” “মধ্যভারতে কখনও যাই নাই তবে পঞ্জাবের কয়েকটি নগর দেখিয়াছি।” এই সময় পরিচারক আসিয়া তাহার আদেশের অপেক্ষায় দাড়াইল । “আমায় ঐকমুহূৰ্ত্ত ক্ষমা করুন”—বলিয়া বৃদ্ধ, খাদ্যতালিকা হাতে লইয়া, স্বেচ্ছামত দ্রব্যগুলি ফরমাস করিলেন। তাহার পর আমায় বলিলেন—“আমার জিজ্ঞাস্ত কি, আপনাকে বুঝাইয়া বলি। আমি কয়েকটি বিখ্যাত মাসিক পত্রের জন্য ছবি আকিয়া থাকি। ভারতবর্ষই আমার বিশেয বিষয় । সম্প্রতি কোনও পত্রসম্পাদক একটি ভারতীয় শিকারের গল্প আমায় ছবি আঁকিবার জন্ত পঠাইয়া দিয়াছেন , এই—পঞ্জাবের একজন রাজা এবং একজন বৃটিশ সৈনিক