পাতা:গল্পাঞ্জলি.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন >ፃእ লাইলাকের গাছ—তাহার সর্বাঙ্গে তখন ফুল আর ধরে না। ঘরের মধ্যে গরম—তাই প্রভাতে ও বৈকালে একটি চিনা-বেতের টেবিল আর দুখানি হাল্কা চেয়ার সেই লাইলাকের তলায় বিছাইয়া তাহারা পরস্পরকে পাঠ দিত । গাছটির শাখায় ফুলের মধ্যে আত্মগোপন করিয়া একযোড়া মেভিস পক্ষী সারাদিন প্রণয়গান গাহিত । ক্রমে দুজনের মনে পরস্পরের প্রতি অনুরাগ সঞ্চার হইল । “মডের পিতামাতা এ ব্যাপারের কিছুই সন্ধান রাখেন নাই—কিন্তু ফুেড ঠিক ধরিয়াছিল –সে, বোন ছুটি এবং চারুকে সঙ্গে লইয়া কোনও দিন রিচমও পার্কে কোন দিন কিউ গার্ডেন্সে বেড়াইতে যাইত । মড, ও চারু —বেড়াইতে বেড়াইতে--অনেক সময় ক্যাথারিণ ও ফেডকে খুজিয়া পাইত না । ফে ডের কৌশলে এরূপ ঘটিত সন্দেহ নাই । “ক্রমে চারু মনে করিল, মডের পিতামাতার নিকট আর ইহা গোপন রাখিলে তাহার পক্ষে অন্তায়াচরণ হয় । তখন সে মড়ের পিতার কাছে গিয়া সমস্ত খুলিয়া বলিল। মডের নিকট বিবাহ প্রস্তাব করিবার জন্য র্তাহার অনুমতি প্রার্থনা করিল। “সমস্ত শুনিয়া মডের পিতা গম্ভীর হইয় রছিলেন। অবশেষে তিনি মডকেও সেখানে ডাকাইয়া পাঠাইলেন। স্নেহের স্বরে উভয়কে বলিলেন— ‘তোমরা এখন দুজনেই অল্পবয়স্ক। সংসারের অভিজ্ঞতা তোমাদের কিছুই নাই। পরস্পরের প্রতি তোমাদের এ আকর্ষণ—ইহা স্থায়ী প্রেম অথবা সাময়িক উত্তেজনা মাত্র,—তাহারও পরীক্ষা হওয়া আবশুক ৮ ব্যারিষ্টার হইয়া দেশে ফিরিতে চারুর এখনও বৎসরাধিক কাল বিলম্ব আছে। আমি বলি, এ এক বৎসর তোমরা আত্মপরীক্ষা কর । একবৎসর তোমরা পরস্পরের সহিত সাক্ষাৎ বা পত্রালাপ করিও না । যদি বৎসরাস্তে তোমাদের মনের *ভাব এই রূপই থাকে,—তবে তোমাদের পরিণয়ে মামি সন্মতি দিব।”