পাতা:গল্পাঞ্জলি.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓ8 গল্পাঞ্জলি “মডের পিতা বলিলেন—‘পাত্র পাত্রী উভয়েই প্রাপ্তবয়স্ক। উহার ভাল বুধিয়া যাহা ইচ্ছা তাহাই করিবে। আমি নিশ্চয়ই তাহাতে বাধ দিব না । আপনারও বাধা দিবার কোন অধিকার নাই। মনে রাখিবেন ইহা ইণ্ডিয়া নয়—ইহা গ্রেট ব্রিটেন—স্বাধীন দেশ।” “মডের পিতা তখন চারুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন । চারু ৰলিল—“আমি বিবাহ করিব । পিতার সম্মতি পাইলাম না—ইহ আমার পক্ষে পরম দুর্ভাগ্য। তথাপি আমি বাগদত্তা বধূকে পরিত্যাগ করিয়া অধৰ্ম্মাচরণ করিতে প্রস্তুত নহি ।” 彈 “চারুর পিতা বলিলেন—‘ওরে পাষাণ, বাগদত্তা বধূ পরিত্যাগই কি কেবল অধৰ্ম্ম ? পিতৃমাতৃহত্যা কি পুণ্য কাৰ্য্য ? _. “চারু তথাপি অটল রহিল, কিন্তু মড বাকিয়া বসিল । সে বলিল, “এমত অবস্থায় আমি কখনই চারুকে বিবাহ করিব না।” “তাহার পিতা মাতা, ফ্রেড, ক্যাথারিণ তাহাকে অনেক বুঝাইলেন। কিন্তু মড কিছুতেই পথে আসিল না। “অবশেষে চারু তাহাকে নির্জনে ডাকিয়া লইয়া, প্রেমের দোহাই দিয়া কত মিনতি করিল। কিন্তু মড তথাপি স্বীকৃত হইল না। “তখন চারু বলিল—“আমার প্রতি তোমার ভালবাসা যেরূপ ঐকাত্তিক বলিয়া বিশ্বাস করিতাম তাহা যদি যথার্থ হইত, তবে আমাদের মিলনের কোন বাধাই তোমায় নিরস্ত করিতে পারিত না । আমার সে বিশ্বাস কি তবে ভুল ?”

  • মড এ কথার প্রতিবাদ করিল না । “চারু ৰলিল—“বুঝিয়াছি। বিচ্ছেদ যখন অপরিহার্য্য, তোমার অচল ভালৰাস সঙ্গে লইয়া যাইতে পারিলেও জীবনে অনেক সাস্তুনা পাইতাম । সে সান হইতেওঁ তুমি আমায় বঞ্চিত করিলে।