পাতা:গল্পাঞ্জলি.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদরিণী ՏերԳ “আঙ্কে, বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি।” অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন-“আপনি কিনেছেন ?” “আঞ্জে হ্যা ।” “তবে বল্লেন আমার হাতী ?” বিনয় কিংবা শ্লেষস্থচক—ঠিক বোঝা গেল না—একটু মৃদু হাস্ত করিয়া জয়রাম বলিলেন—“যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি— আমিই যখন আপনার—তখন ও হাতী আপনার বৈ আর কার ?” সন্ধ্যার পর গৃহে ফিরিয়া, বৈঠকখানায় বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ র্তাহার মুছিয়া গেল । কয়েক দিন পরে আজ র্তাহার স্বনিজ হইল । চতুর্থ পরিচ্ছেদ উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে--এই পাঁচ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে । নূতন নিয়মে পাস করা শিক্ষিত মোক্তারে জেলাকোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন-ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূৰ্ব্বে যত উপাৰ্জ্জন করিতেন, এখন তাহার অৰ্দ্ধেক হয় কি না সন্দেহ। অথচ ব্যয় প্রতিবৎসর বৰ্দ্ধিতই হইতেছে। র্তাহার তিনটি পুত্র। প্রথম দুইটি মুর্থ–বংশবৃদ্ধি ছাড়া আর কোনও কৰ্ম্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি "সম ৬পড়িতেছে—সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা।