পাতা:গল্পাঞ্জলি.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిఫిe গল্পাঞ্জলি বলিয়া কুকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি বান নাই । পঞ্চম পরিচ্ছেদ ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল । ব্যয় যে পরিমাণ সঙ্কোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহ শত চেষ্টাতেও হইয়া উঠে না । স্বদে সঙ্কুলান হয় না, মুলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল । একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন, এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল । অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল—“হাতীটি আর কেন, ওকে বিক্ৰী করে ফেলুন। মাসে ত্রিশ চল্লিশ টাকা খরচ বেচে যাবে।” কিন্তু মুখুয্যে মহাশয় উত্তর করিয়া থাকেন—“তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে—ওদের একে একে বিক্রী করে ফেল।”—এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতীটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহ হইলে ত কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়৷ নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসবিদ করিলেন – {} १