পাতা:গল্পাঞ্জলি.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু (t “আমার খুকী কৈ—আমার থোক কৈ ?” “ঝি খোকাকে কোলে করে, খুকীর হাত ধরে, বাজারে গেছে । ওদের খাবাৱ কিনে দেবে—-চাল ডাল তরকারী সব কিনে আনবে। মেঝের উপর গুয়ে তোমার কষ্ট হচ্ছে—চল বিছানায় শোবে চল । S2 i" “উঠছি। যত দিন ঐ সাড়ে চারটি টাকা আছে, ততদিন খাওয় চলবে । তার পর উপবাস । অনাহারে মৃত্যু ৷ সৰ্ব্বস্ব গেছে হেম ! মলঙ্গা লেনের বাড়ীতে ভাড়া চাইতে গেলাম—ভাড়াটে এটর্ণি বাড়ীর চিঠি দেখালে । তাতে লেখা আছে ও বাড়ী এখন তাদের মক্কেল ভবানীপুরের বিপিন বাড়য্যের সম্পত্তি—অন্ত কাউকে যেন ভাড়ার টাকা না দেয়—ভাড়া এখন থেকে বিপিন বাবুর প্রাপা । ভাড়াটে জিজ্ঞাসা করলে, একথা ঠিক ? আমি বল্লাম, খুব ঠিক –বলে কলুটোলায় গেলাম। সেখানকার বাড়ীর ভাড়া চাইলাম—সে ভাড়াটে ও ঐ রকম একখানা চিঠি বের করলে । আমায় জিজ্ঞাসা করলে, এ যা লিখেছে তা ঠিক ? আমি বল্লাম—খুব ঠিক। আমার মাথা ঘুরতে লাগল। মদ না থেয়েও আমি মাতালের মত হয়ে গেলাম। মনে মনে খুব ঠিক—খুব ঠিক’ বলতে বলতে একটা কাবুলিওয়ালার দোকানে গিয়ে আলোয়ান বিক্রী করলাম। ভাবলাম এইবার ত আমরা না খেতে পেয়ে মরে যাব—যাই, শেষবার একবার মদ খেয়ে নিই। ভেবে জগন্নাথ শার দোকানে দুকলাম। এতদিনে ঠিক হয়েছে—নয় হিমু ? যে মদ খায়, ক্রমে তার সৰ্ব্বস্ব যায়—তাকে পথের ভিকিরী হতে হয়—না খেতে পেয়ে তার স্ত্রী, তার ছেলে মেয়ে মরে যায়, নর হিমু ? একথা খুব ঠিক—খুব ঠিক।” নলিনীর চক্ষু দিয়া প্রবল বেগে অশ্র বহিতে লাগিল ।