পাতা:গল্পাঞ্জলি.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি بسیاری নলিনী নিজের প্রশংসায় লজ্জিত হইয়া অবনত মস্তকে মৃদু মৃত্যু হাসিতেছিল । জলখাবার শেষ করিয়া পাণ চিবাইতেছিল। ঘড়িতে ঠ* করিয়া একটা বাজিল। নলিনী উঠিয়া বলিল—“যদি অনুমতি করেন তবে এখন আসি ৷ সন্ধ্যার পর আসব এখন ।” ভুবন বাবু বলিলেন—“তখন ত আমি বাড়ী থাকব না । আপনি বরং কাল সকাল বেলা আটটার সময় আসবেন। একটা কথা জিজ্ঞাস করি, যদি কিছু মনে না করেন ।” “कि ?” “আপনি চাকরি খালির বিজ্ঞাপন দেখৃছিলেন । চাকরি পে লৈ করেন ?” “করি বৈ কি ?” “কত টাকা মাইনে হলে স্বীকার করেন ?” “আমার বড় দুরবস্থা । দুবেলা তমুঠো ডাল ভাতের যোগাড় হয়, এমন চাকরিও পেলে আমি করি ।” “আর কখনও চাকরী করেছেন ?”

  • न ।’’ 4 டி'

“কতদূর পড়েছিলেন ?” “এণ্টে স ফেল। হেয়ায় স্কুলে পড়তাম।” ভুবনবাবু একটু চিস্তা করিয়া বলিলেন—“এমন অবস্থায়, মাসে ত্রিশ চল্লিশ টাকার বেশী চাকরি যোগাড় করা শক্ত। আচ্ছ, দেখি কি করতে পারি। কাল বেলা আটটার সময় আসবেন ।” নিশ্চয়ই আসিবে প্রতিশ্রুতি দিয়া, বিদায় গ্রহণ করিরা নলিনী গৃহাভিমুখে চলিল ।