পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু 8ዓት নলিনী বলিল—“বেশ, তাই করব ।” “আপনার এক মাসের বাসাখরচ ত্রিশটি টাকা আমি আগাম না দিয়ে, রোজ একটি করে টাকা দেবার প্রস্তাব করেছি, এ থেকে আপনি বোধ হয় ভাবছেন, আপনাকে অবিশ্বাস করেই আগাম frচ্ছিনে ?” নলিনী ব্যগ্রস্বরে বলিল—“আমি এত অধম অকৃতজ্ঞ নই—তা মনে করিনি। আপনি আমার ভালর জন্তেই এ রকম বন্দোবস্ত করছেন তা আমি বুঝতে পেরেছি।” “আপনার অবস্থা চিরদিনই ভাল ছিল । এখনই আপনি এই সুরবস্থায় পড়েছেন । হাতে এক সঙ্গে টাকা পেলে বুঝে স্বঝে খরচ করা আপনার পক্ষে শক্ত হবে –শেলে ঋণে জড়িয়ে পড়বেন । সেইটি স্বতে এড়াতে পারেন, এমন বন্দোবস্ত হওয়া চাই । আপনি মনঃক্ষুণ্ণ হবেন না—হতাশ হবেন না । হিন্দুস্থানীরা বলে—ছোড়িও না হিন্মং বিসরি ও না হরিনাম।—হিন্মং বলে সাঙ্কসকে। ঈশ্বতটি রাখবেন,—আর ভগবানকে ভুলবেন না—আপনার ভাল হবে।” নলিনী তখন ভুবনেশ্বর বাবুকে নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিল। অষ্টম পরিচ্ছেদ ব্রাউন জোন্স কোম্পানীর আপিসের বড়বাৰু যোগীন্দ্রনাথ দত্ত জাতিতে কায়স্থ । লোকটির বয়স আটচল্লিশ বৎসর হইয়াছে, কিন্তু সার্ভিস বহি অনুসারে পয়তাল্লিশ মাত্র । র্তাহার বর্ণ উজ্জল শুাম ; দেহখানি কিঞ্চিৎ স্থল, মস্তকের সন্মুখভাগে টাক পড়িয়াছে, গোফগুলি