পাতা:গল্পাঞ্জলি.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3b' গল্পাঞ্জলি কঁাচ পাকা—এখনও কঁাচার অংশই বেশী—দাড়ি কামানো । কালো সার্জের ইজার চাপকান পরিয়া, তদুপরি ভাজ করা একজোড় শাল ফেলিয়া, শামল মাথায় দিয়া, ট্রামের প্রথম শ্রেণীতে শু্যামবাজার হইতে আপিসে আসেন । আপিসে আসিয়া শালযোড়াটি সযত্নে পাট করিয়া দেরাজের মধ্যে রাখিয়া দেন। আর রাখিয়া দেন, পকেট হইতে বাহির করিয়া, দাগকাটা লেবেল অর্ণটা একটি ছয় আউন্স ঔষধের শিশি। শরীরটা যখন অত্যন্ত “ম্যাজ ম্যাজ” করিতে আরম্ভ করে, তখন সেই ঔষধ ই এক দাগ পান করেন । ঔষধটা নিশ্চয়ক্ট খুব তীব্ৰ—কারণ পান করিয়াই মুখটা বিকৃত করেন ; তখন রুমাল দিয়া ওষ্ঠযুগল উত্তমরূপে মুছিয়া, পকেট হইতে গোট গুই ছোট এলাচ বাহির করিয়া তাঙ্কার দানাগুলি চৰ্ব্বণ করিতে থাকেন । আপিসে বড়বাবুর দোদণ্ড প্রতাপ । বড় সাহেব একেবারে তাহার - হাতধরা–কথা পূর্বেই বলা হইয়াছে। এমন ক্ষমতা না থাকিলে কি এক কথায় নলিনীর চাকরি করিয়া দিতে পারিতেন ? বড়বাবু বাহা বলেন, বড়সাহেব তাঙ্গাই বাইবেল-বাক্য বলিয়া বিশ্বাস করেন । এই কারণে অধস্তন কেরাণীগণ সৰ্ব্বদাই তাহার খোসামোদ করিয়া থাকে । পয়লা তারিখে বেলা দশটার সময় আসিয়া নলিনী নুতন কাৰ্যো ভৰ্ত্তি হইল। পাচটা পৰ্য্যন্ত আপিস করিয়া, বাড়ী গিয়া হাত মুগ ধুইয়া, আবার ছয়টার পর ছেলে পড়াইতে বাহির হইল। দৈনিক খরচের জন্য একটি টাকা লষ্টয় রাত্রি দশটার পূৰ্ব্বেই বাড়ী ফিরিয়া আসিল । এইরূপে তাহার দিন কাটিতে লগিল । এত পরিশ্রম করা কোনও কালে তাহার অভ্যাস ছিল না—প্রথম খুবই কষ্ট হইত। ক্রমে সহিয়া যাইতে লাগিল ।