পাতা:গল্পাঞ্জলি.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 গল্পাঞ্জলি অধিকতর বিস্ময়াপন্ন কষ্টয়া নলিনী বলিলেন–“কৈ, এমন কথা আমি ত কাউকেই বলিনি।” “ভুবনবাবুর কাছে ?” “বিলক্ষণ ! তিনি ত প্রায় মাসখানেক হল কলকাতা ছাড়া ।” “বড়বাবু কারু নাম করলেন না । শুধু বল্লেন, একজন বিশ্বস্ত লোকের মুখে শুনেছেন। রেগে একেবারে র্কাই হয়ে গেছেন। বল্লেন, আমাদের আফিসে ও রকম বেম্ম টেন্ম নিয়ে চলবে না, ঘরের কথা বের করে দেয়— সৰ্ব্বনেশে লোক। আচ্ছ নলিনীবাবু, আপনি সত্যি ব্রাহ্ম নাকি ?” নলিনী বলিল—“না মশাই, আমি ব্রাহ্ম হৰ কেন ? আমি কালী দুর্গ সবই ত মানি।” “তবে এক কায করুন। এখন, বড়বাবুকে আপনার দেখান দরকার ষে আপনি আমাদেরই একজন ।” “কি করলে দেখান যায় o” “আপনি আমাদের সঙ্গে ৰসে দুই এক গ্লাস খেলেই, অনায়াসে আপনার ব্রাহ্ম বদনাম ঘুচে যায় ।” নলিনী করযোড়ে বলিল—“মাফ করবেন মশাই—সেটি আমি পারৰ না। আপনি বড়বাবুকে বুঝিয়ে বলবেন, আমি কার কাছে তার নামে কোনও নিন্দ বা কুৎসা করিনি—করব ও না।” বিনোদবাবু বলিলেন—“আমি ত বলব—তিনি বিশ্বাস করলে হয় : পর শনিবারে নলিনী মোটেই আর বড়বাবুর বাড়ী গেল না । সোমবারে বিনোদবাবু আসিয়া জিজ্ঞাসা করিলেন—“পরশু রাত্রে আপনি যান নি যে ?” “গেলেই নানা কথা ওঠে তাই যাইনি। “না গিয়ে ভারি অন্যায় করেছেন। বড়বাবু কি বলেছেন জানেন ?”