পাতা:গল্পাঞ্জলি.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যবন্ধু á盘 “কি ?” “বলেছেন, তবে নিশ্চয়ই সে আমাদের নামে ঐ সব অপবাদ বটিয়েছে—এখন ধরা পড়ে গেছে—কোন মুখে আর আসবে ? অারও বলেছেন, আপনার সম্বন্ধে বাৎসরিক মন্তব্য লেখবার সময় আপনাকে কম্মে অপটু বলে লিখে দেবেন।” শুনিয়া নলিনীর মাথায় বজাঘাত হুইল । কোথায় সে আশা করিতেছিল, এবার বেতন পঞ্চাশ টাকা হইবে, পনেরে টাকা বাড়ীভাড়া দিয়া ও পূৰ্ব্বাপেক্ষা মাসে তাঙ্গর দশটি টাকা অধিক থাকিবেউহারই মধ্যে সংসার একটু স্বচ্ছল হইবে—-হঠাৎ এ কি ৰিপদ । অন্ত সময় নহে—বড়বাবু যে দিন মস্তব্য লিথিবেন ঠিক তাহার দুইটি দিন আগে ! চাকরি গেলে কি উপায় হইবে ?--আর একমাস পরে বাড়ীটিও ছাড়িতে হইবে । দাড়াইবে কোথায়, খাইবে কি ? দুইদিন পরে, জলখাবার ঘরে বিনোদবাবু চুপি চুপি নলিনীকে বলিলেন—“আজ বাবু আপনার সম্বন্ধে মন্তব্য লিখেছেন । আজ পাচটার পর আপনি একটু থাকবেন । উনি বাড়ী চলে গেলে ফাইলট বের করে দেখতে হবে কি লিখলেন।” ாழி নলিনী কার্য্যের ভান করিয়া পাচটার পরেও বিলম্ব করিতে লাগিল । বড়বাবু যথাসময়ে চলিয়া গেলেন । আপিসের অন্যান্য বাবুরাও একে একে অদৃগু হইলেন। বিনোদবাবু তখন বড়বাবুর দেরাজ খুলিয়া রিপোর্ট বাহির কৱিলেন। তাঙ্গতে লেখা আছে “নলিনী কার্ষ্যে অপটু, বৎসরান্তে তাহীকে বিদায় দেওয়া যাইতে পারে।” ■ পড়িয়া নলিনী চারিদিক অন্ধকার দেখিল । মাথায় হাত দিয়া চেয়ারে বসিয়া পড়িল ।