পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি نيلمو\ তুমি যদি ঐ আপিসে চাকরি করিতে ইচ্ছা কর, আমি যোগীন্দ্রবাবুকে ৰলিয়া দিব এখন। তিনি অনুরোধ করিলেই বড় সাহেব পূৰ্ব্ব হুকুম প্রত্যাহার করিয়া তোমার স্থায়ী পদ দিবেন। যদি চাকরি করিতে ইচ্ছ না থাকে, ঐ বারো, হাজার টাকা মূলধন লইয়া তুমি দালালী ব্যবসায় কিংবা অপর কোনও ব্যবসায় করিতে পার। কিন্তু পৈতৃক ব্যবসায় অবলম্বন করাই ভাল—সে কাৰ্য্য তুমি কিছুদিন করিয়াওছিলে—এক ৰারে আনাড়ি নও। ভাই, আমি নিজে গিয়াই তোমায় এ চেক দিতে পারিতাম এবং এ 'সকল কথা বলিতে পারিতাম। কিন্তু তাহার অপেক্ষ পত্ৰলেখাই সচক মনে করিলাম। অনেক দিন তোমায় দেখি নাই—একদিন অবসর মত আসিও । তোমার বাল্যবন্ধু— ঐবিপিনবিহারী বন্দ্যোপাধ্যায়। পত্রপাঠ করিয়া নলিনী স্ত্রীকে গুনাইল । তারপর গাড়ী ডাকিয়া, বাড়ীতে তালাবদ্ধ করিয়া, সকলে কালীঘাটে পূজা দিতে গেল। ফিরিবার পথে সে গাড়ী বিপিনবাবুর ফটক এইবার দ্বারবানের বিনা ওজরেক্ট পার হইয়া গেল। বিপিনবাবুর স্ত্রী, হেমাঙ্গিনীকে সহজে ছুটি দিলেন না। সকলে সান্ধ্য ভোজন সেইখানেই সমাধা করিম যখন গুচে প্রত্যাগমন করিল, তখন গির্জার ঘড়িতে টং টং করিয়া এগারোটা বাজিতেছে।