পাতা:গল্পাঞ্জলি.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পাঞ্জলি “তুই ত সব জানিস্—কথখনো নয়—কখখনো নয়”—বলিতে বলিতে স্বপ্রভা কুকুরকে কাতুকুতু দিতে লাগিল। তাহাতে বিমলারাণীর লাঙ্গুলান্দোলন কিছু মাত্র হ্রাস হইল না । দ্বিতীর পরিচ্ছেদ ভিতরে একটি শয়নকক্ষের খোলা জানালার কাছে স্বপ্রভার মাত চেয়ারে বসিয়া ছিলেন, দাসী তাঙ্গর আলুলায়িত কেশদাম হস্তে লইয়৷ তাহার মধ্যে চিরুণী সঞ্চালন করিতেছিল। পাশ্বে মৰ্ম্মরমণ্ডিত একখানি ছোট গোল টেবিলের উপর এক শিশি সুগন্ধি তৈল রক্ষিত। প্রবেশদ্বারে পদ ফেলা ছিল ; বাক্তিরে দাড়াইয়া মিস, মল্লিক বলিলেন—“আসতে পারি ?” কণ্ঠস্বর চিনিয়া গৃহিণী বলিলেন—“কে সরযূ ? এস।” মিস মল্লিক প্রবেশ করিয়া, গৃহিণীকে নমস্কার করিয়া একখানি চেয়ার টানিয়া কাছে বসিলেন । “তার পর সরযু,অনেক দিন এদিকে আসনি যে ! সব খবর ভাল ত ?” অন্যদিকে চাহিয়া বিষঃস্বরে মিস মল্পিক বললেন–“ভাল নয়।” . *কেন, কি হয়েছে ?” সরযূ মুহূৰ্ত্তকাল নীরবে থাকিয় ইংরাজিতে বলিলেন—“আপনার দাসীকে অন্যত্র যাইতে বলুন।”