পাতা:গল্পাঞ্জলি.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ Գ:, কেন রে বাপু—ষার বিলাত যায়নি তারা কি মানুষ নয় ? আসল কথা কি জান ? বিলাত-ফেরতের স্ত্রী হলে বেয়ারা খানসামা সবাই নমসাহেব বলে ডাকবে । মীঠাকরুণ বলে ডাকলে যেন ওঁদের গায়ে জৰ মাসে—একেবারে অসহ্য । তা মেয়েদেরই বা দোষ দেব কি ! এ কালের—এ যুগের দোষ । বাহ চাকচিক্য দেখেই সকলে মোহিত —ভিতবটায় পদার্থ কিছু আছে কি না, তা কেউ খোজ নেয় না । এ চিঠি তোমাদের হাতে পড়ল কি করে ?” “প্রকাশের চেস্বাস থেকে একখানা বই কোনও লোক পড়তে নিয়ে ৰাৱ । সে বইয়ের মধ্যে এ চিঠি ছিল । আচ্ছা, তোমার কি মনে হয় সত্যিই প্রকাশ বিলাতে বিয়ে করে এসেছে ?” সম্ভোষ বাৰু পত্ৰখানি আৰার পাঠ করিলেন। শেষে বলিলেন—“প্রমাণ অকাট্য ।” “আচ্ছ, এও ত হতে পারে, বিলাতে হয় ত বিয়ে করেছিল, সে স্ত্রী মর গেছে ?” সন্তোষ বাবু উত্তেজিত স্বরে বলিলেন—“ত যদি হত তা হলে প্রকাল ও কথা লুকোবে কেন ? তা হলে স্পষ্টই বলত, বিলাতে আমি বিবাহ করেছিলাম বটে, কিন্তু এখন আমি বিপত্নীক। বেশ o বোঝা যাচ্ছে সেখানে বিবাহ করেছিল, তার পর নিজের ভুল বুঝতে রেছে। ভেবে দেখেছে, সে স্ত্রীকে এ দেশে নিয়ে এলে লাঞ্ছনার ৰৈ থাকবে না। একে নতুন ব্যারিষ্টার, পৈত্রিক বিষয়সম্পত্তিও ইমন কিছু নেই, মেমসাহেবের গাউনের বিল শুধতে শুধতেই দেউলে ংে বাবে। তাই তাকে ফেলে চলে এসেছে। কত লোক এমন রেছে, শুধুই কি প্রকাশ ? রবিবাবুর পশ্চিত্ত গল্প পড়নি? 7কাশ যাকে বিয়ে করেছিল সে হয় ত গরীবের মেয়ে, মিসেস অনাথবন্ধু