পাতা:গল্পাঞ্জলি.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাত ফেরতের বিপদ Ե-> “ন সন্তোষ, তুমি বস। আজ আবার একটা ভারি মুক্ষিল হয়েছে। প্রকাশকে ডিনারে নেমস্তন্ন করেছিলাম, সে হয়ত এখনি এসে পড়বে। আমার যে রকম মনের অবস্থা, আমি তার সঙ্গে বসে কথাবার্তা কইতে পারব না । অন্ততঃ তিনি বাড়ী না আসা পর্য্যন্ত তুমি থাক । তিনি সাতটার মধ্যেই আসবেন ।” সন্তোষ বাবু উত্তেজিত স্বরে বলিলেন---“সে লরাধমকে এ বাড়ীতে আসতে দেওয়া উচিত কি ?” “আজ সে নিমন্ত্রিত, আজ ত আর তাকে তাড়িয়ে দিন্তে পার। যাবে না । তিনি মামুন, তার সঙ্গে পরামর্শ করে যা হয় করা স্বাবে । শেষে ত বাড়া বন্ধ করতেই হবে ।” “কিন্তু কাকাম, আমি যে তার সঙ্গে বসে মন খুলে গল্পগুজৰ করতে পারি, এমন বোধ হয় না । হয় ও নিজেকে সামলাতে না পেরে কোন রূঢ় কথা বলে ফেলব ।”

  • ও প্রসঙ্গ তোমার তোলবার দরকার কি ?—না, না—কোন রকম স্কটুতা তার সঙ্গে কোরো না । সেটা অন্তায় হবে । তুমি তার কাছে সে হ্রচারটে অন্ত কথাবার্তা কইতে থেক, তোমার কাক; আলামাত্র তোমার ছুটি ।”—বলিয়া গৃহিণী কস্তার শয়নকক্ষের দিকে অগ্রসর

হইলেন। চতুর্থ পরিচ্ছেদ সন্ধ্যার পর প্রকাশচন্দ্র সিমুলিয়ার ধুতি পরিয়া, আদ্ধির গিলাকরা পাঞ্জাবীর উপর রেশমী চাদরের বাহার দিয়া, আসিয়া উপস্থিত মইল। ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিল মন্তোষচন্দ্র বাবু বসিয়া এইপাঠ করিতেছেন ।