পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাঁদের মধ্যে এক রকম বিবাহ প্রচলিত আছে তার নাম শৈব বিবাহ। তোমার মত করে, এখানে তোমাতে আমাতে শৈব বিবাহ দেওয়ার জন্যেই বাবার কাশী আসা। তোমার ४ विश८झ भ७ कि, उाई छानबाव्र छटना वाया प्रा आधाझ आछ त्राठिरम्न लि८ब्रहइन ।” আমি কোনও উত্তর দিতে পারিলাম না-চোখ বলজিয়া চপ করিয়া পড়িয়া রহিলাম। কে এ ? কাহার সঙ্গে কথা কহিতেছি ? সশোলা এ নয়, কে বলিল ? সুশীলা আর পিপলো—কোনটি কে ? তফাৎই বা কি ? এ ত ঠিক আমার সেই সশীলার অতই কথাবাত্ত কহিতেছে। “আমি পিপলো”—এ কথা না বলিলে,”আমি ত ইহাকে সশীলা বলিয়াই গ্রহণ করিতাম। চোখ খলিলাম। পিপলা সেই ভাবেই বসিয়া আছে। তাহার মুখখানি বড় বিষয় । আমি তাহাকে গ্রহণ করিব, না প্রত্যাখ্যান করিব—এই সংশয়েই কি ? बविणाध, “आश्छा, ऊाभाद्र श्रउ कि दल ?” পিপলো বলিল, “আমি জানিনে।”—বলিয়া সে অন্য দিকে মুখ ফিরাইয়া ঝর ঝর করিয়া কাঁদিতে লাগিল। অলপক্ষণ পরেই সেই উঠিয়া প্রস্থান করিল। সপ্তাহ পরে, অতি গোপনে তালিক অনুষ্ঠানে আমাদের উভয়ের শৈব বিবাহ হইল। পরোহিত হইলেন, নদীযাছত্র নিবাসী প্রসিদ্ধ তালিক সাধক গ্রীষন্তে শশিভূষণ মুখোপাধ্যায় মহাশয় । প্রথম মিলন-রাল্লিতে পিপলা বলিল, “মনে আছে তোমার ? ছেলেবেলায় আমরা দর বোনেই তোমায় বিয়ে করবার জন্যে কোঁদেছিলাম—তুমি কি বলেছিলে, মনে আছে ?” আমি বলিলাম, “মনে আছে। বলেছিলাম, কাঁদিসনে—আমি তোদের দুজনকেই বিয়ে করবো ।” পিপলো বলিল, “তাই করলে, তবে ছাড়লে!” পিপলাব নাম পথিবী হইতে লুপ্ত হইল। যাহাকে বিবাহ করিলাম—জনসমাজে সে-ই সশীল বলিয়া পরিচিত হইল। আমাদের একটি কন্যা জলিময়াছে। তাহার বিবাহের সময় কি হইবে, এই সমস্যা মাঝে মাঝে মনে উদয় হয়। ঠকাইয়া কাহাকেও মেয়ে দিব না। যাহাকে পাত্র নির্বাচন কুরিব, আসল কথা সমস্তই তাহাকে খালিয়া বলিব। সতরাং একটি উচ্চশিক্ষিত উদারমতাবলম্বী সপোত্রের প্রয়োজন। তবে এখনও তাহার দেরী আছে। কন্যাটি আমার দেড় বৎসরের মাত্র। ड्रल সন্ধ্যাকালে, একজন সপ্তবিংশতি বর্ষীয় যবেক এবং বাবিংশতি বর্ষীয়া একটি যাবতী, ইডেন গাডেনের একটি জনবিরল এবং প্রায়ান্ধকার অংশে, জলের ধারে বেশের উপর বসিয়া ছিল। উভয়েই বাঙ্গালী, তবে যবেকের আগে ইংরাজি পরিচ্ছদ এবং ধবেতীর পরিধানে শাড়ী ব্লাউজ, কিন্তু পদদ্বয় জনতা মোজায় আবত। ইহারা উভয়েই রোমান