পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नख्न बल्ले Sጫ¢ শবশরে মহাশয়ের আদেশু পাইলে সন্ত্রী-কন্যাকে আসিয়া লইয়া যান। * মখোপাধ্যায় মহাশয় পরখানি পড়িতে আরম্ভ করিলে দত্ত মহাশয় বলিলেন, “পড় না, হেকে হেকেই পড়।” তাঁহার ইচ্ছা, উপস্থিত অপর দুইজনেও পরখানি শ্রবণ করিয়া, যথাসময়ে পাড়ায় এই কথা রটনা করকে। মুখোপাধ্যায় তখন পড়িতে লাগিলেন,— कलिकाष्ठा ৯ই শ্রাবণ, ১৩৩২ সাল সংখ্যাতীত প্রণাম পরেঃসর নিবেদন, o অদ্য একটি শভেসংবাদ আপনাকে দিবার জন্য এই পত্ৰখানি লিখিতেছি। আপনার শ্রীচরণাশীবাদে এত দিনে আমার একটু উন্নতি হইয়াছে। আমি একটি ভাল চাকরী যোগাড় কবিতে পারিয়াছি। পবের দালালী ব্যবসায় পরিত্যাগ করিয়া বিগত ইংরাজা ১লা তারিখ হইতে নতন কমে বাহাল হইয়াছি। আমার বেতন আপাততঃ দেড়শত টাকা হইয়াছে। সাহেব খুব অনুগ্রহ করিতেছেন এবং বলিয়াছেন যে, কাজকৰ্ম্ম ভাল করিতে পারিলে বৎসবাতে আমার বেতন বধি করিয়া দিবেন। এত দিন অথTভাববশতঃ আমার সত্রী-কন্যার ভরণ-পোষণের কোনও ভায়ই আমি লইতে সমথ হই ন ই । এ জন্য আমি মহাশয়ের নিকট নিতান্তই লজিত ছিলাম। এখন ঈশ্বরের কৃপায় কলিকাতায় বাসা ভাড়া করিয়৷ সত্রী-কন্যাকে কাছে আনিয়া রাখতে সমথ" হইয়াছি। মাসিক ৫o ঢাকা ভাড়ায় শ্যামবাজারে একটি ক্ষুদ্র দ্বিতল গহও ঠিক করিয়াছি। এখন যদি মহাশয়ের অনুমতি হয় এবং প্রজনীয়া খবশ্রদেবী আপত্তি না করেন, তবে এক দিনের ছুটী লইয়া গিয়া নিৰ্ম্মমলাকে লইয়া আসি। আগামী ১৭ই শ্রাবণ ইংরাজী মাসের ১লা তারিখ হইবে, ঐ দিন আমি আপিসে বেতন পাইব-ইহার পরে শ্রাবণ মাসমধ্যে একটি শভেদিন যদি সিথর করিয়া দেন, তাহা হইলেই ভাল হয়। কারণ, ভাদ্র মাস পড়িয়া গেলে, এক মাস আবার অপেক্ষা করিতে হইবে। পজেনীযা বশ্রমোতাঠাকুরাণীকে আমার শতকোটি প্রণাম জানাইবেন এবং আপনিও জানিবেন। আমি ভাল আছি। আপনাদেব আদেশের প্রতীক্ষায় রহিলাম। আমার পবে ঠিকানাতে পত্র লিখিলেই আমি পাইয। ইতি— সেবক শ্ৰীবসন্তকুমার বস পাঠ শেষ কবিয়া পত্ৰখীন দত্ত মহাশয়ের হস্তে ফেরত দিয়া মুখোপাধ্যায় বলিলেন, “বেশ বেশ । ছোকরা বাহাদর আছে—দেড়শো টাকা মাইনের চাকরী বাগানো-আজ কালকার বাজারে কি সোজা কথা।” রাখাল মিত্র বলিলেন “ছোকরা বেশ চালাক-চতুর, সে ত আমরা বরাবর দেখছি!” কেদার চক্লবত্তী বলিলেন, “আর, বেশ বিনয়ী। চিঠিখানি কেমন বিনয় ক’রে লিখেছে দেখ। আজকালকার ছেলেদের মত উদ্ধত-প্রকৃতি নয়। তারা হলে মনে করত, নিজের লিগাল ওয়াইফকে নিয়ে আসবো, তার জন্যে অত দয়া ভিক্ষা, ১ অত কাকুতিभिर्नाड ८कन ?” মখোপাধ্যায় বলিলেন, “বিদ্যা দদাতি বিনয়ং—মুখ্য ত নয়, ছোকরার লেখাপড়াজ্ঞান আছে—সবংশে জঙ্গমও বোধ হয়, হবে না কেন ?” সুবিধা পাইয়া দত্ত মহাশয় বলিলেন, “আহা, সেই জন্যেই ত! কি ঘটনায় বিবাহ *দয়েছিলাম, সবই ত তোমরা জান। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নিশ্চম’লা ডুবে গিয়েছিল। বসন্ত নৌকোয় যাচ্ছিল, তাই দেখে নোঁকো থেকে লাফিয়ে পড়ে নিন্ম লাকে জল থেকে তোলে। খবর পেয়ে আমি ছটে গেলাম, পালকী করে মেয়েকে বাড়ী নিয়ে