পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ಫಘ ఇఆరి বষেরই অন্তগত, আমিও ভারতবষের সন্তান। মহাত্মা বলেছেন, জাতিভেদ-প্রথা এ দেশ থেকে যত শীঘ্ৰ উঠে যায়, ততই মঙ্গল ।” τη g বলিলাম, "জাতিভেদ তুই না মানিস, আমরা ত মানি। কেন, বাঙ্গালা-দেশে স্বজাতির ঘরে ইংরেজী কইতে পারে, এমন মেয়ে কি নেই ? ঘড়িকে বিয়ে করবার মতলব তোর কেন হ’ল ? এত দিন যে তোকে খাইয়ে পরিয়ে লেখা-পড়া শিখিয়ে মানৰ করলাম, তার কি এই প্রতিফল তুই দিচ্ছিস আমাদের : যে আমার বাসন-মাজা ঝি, তাকে তামায় বলতে হবে বেয়ান ? আর ঘড়ির বাপ কোন সাহেবের বাবাচ্চ উনি তাকে বেয়াই বলে অভ্যর্থনা করবেন ?” . সন্ধা বলিল, “মানুষ ষে, সে মানুষ,—সবাই এক ঈশ্বরের সন্তান,—জন্মগত - বা কমগত হীনতার জন্যে মানুষে মানুষের প্রভেদ করা ত উচিত নয় মা”—বলিয়া মানবের ভ্রাতৃত্ব ও সাম্যবাদ সবন্ধে সে মন্ত এক লেকচার বাড়িল। সব কথা আমি বঝিতে পারিলাম না। অবাক হইয়া বসিয়া রহিলাম । সাধাও কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বলিল, “শোন মা, আমার জীবনের প্রোগ্রাম তোমায় বলি। তোমরা যে মনে করেছ, আমি বি-এটা পাস করলেই লাটসাহেবকে ধরে বাবা আমাকে একটি ডেপুটি বানিয়ে দেবেন, সেটি হচ্চে না। আমি চিরজীবন দারিদ্র্য বরণ করে নিয়ে দেশের কাজে আত্মসমপণ করতে চাই । সে কাজে একজন উপযুক্ত জীবনসঙ্গিনী আমার আবশ্যক। আমি অনেক ভেবে-চিন্তে দেখেছি, ঘড়িই আমার জীবনসঙ্গিনী হবার উপযুক্ত। প্রথমতঃ সে চির-স্বাধীন নেপাল দেশের মেয়ে, চির-পরাধীন বাঙ্গালীর মেয়ে নয়। জীবনের কমে যখন আমার অবসাদ আসবে, নৈরাশ্য আসবে, ক্লৈব্য আসবে, সে তখন তার নৈতিক বল দিয়ে আমাকে আবার সঞ্জীবিত করে তুলতে পারবে ।” আমি বলিলাম, "তোমার জীবনের কুমে ও তোমার সহায় হবে কি বিঘা হবে, এখন থেকে তা তুমি কি করে বুঝলে বাপ " সন্ধা সোৎসাহে বলিল, “তা আমি না বঝেই কি এ কাজে প্রবত্ত হচ্চি মা ? অামার সঙ্গে দারিদ্রোর কঠোর জীবনযাপন করতে ও হাসিমুখে প্রস্তুত। ও বলেছে, এক মঠো ভুট্টা-ভাজা খেয়ে ও দিন কাটিয়ে দিতে পারে। ওর কাপড়-চোপড় যা আছে সেগুলো ছিড়ে গেলে খন্দর ভিন্ন আর কিছু ও পরবে না, প্রতিজ্ঞা করেছে। দিনে ও এক প্যাকেট করে কাঁচ সিগারেট খেত, প্রকাশ্যভাবেই খেত—এ দিকে তিন চারিদিন আর ওকে সিগারেট খেতে দেখেছ ? তুমি বোধ হয় অত লক্ষ্য করনি—সিগারেট ও একদম ছেড়ে দিয়েছে। পাহাড়ীরা চা না খেলে বাঁচে না, সে চা-ও ও ছেড়ে দিয়েছে। আমি মহাত্মা গান্ধীর একখানি ছবি দিয়েছি, সেখানি ও বাড়ী নিয়ে গিয়ে মাথার শিয়রে রেখেছে, সকালে উঠে ভক্তিভরে সেই ছবিকে ও প্রণাম করে। ওকে আমার চাই মা— ওকে না পেলে জীবনের ব্রত একা উদযাপন করা আমার পক্ষে বড়ই কঠিন হবে।” “কিন্তু বাবা, কত্তার হুকুমে আমি কাল থেকে নানীকে জবাব দিয়েছি।”—ছেলের ভাবভঙ্গী দেখিয়া, উপস্থিত ইহার বেশী আর কিছু বলিতে সাহস করিলাম না। সন্ধা বলিল, “এ বাড়ী ছাড়াও ভগবানের পৃথিবীতে যথেষ্ট থান আছে মা " বলিয়া সে চলিয়া গেল। - १ কত্তাকে গিয়া সকল কথা জানাইলাম। তিনি খানিকক্ষণ চপ করিয়া থাকিয়া বলিলেন, “ছেলেটার অদটো যদি এতদর অধোগতিই লেখা থাকে, তবে তাই হবে।” ' তাই হবে কি ? আমার ছেলে বিবাহ করবে ঐ ঝিয়ের মেয়েকে , কখনই তা झईठ निव ना ? झ्न्मिदशम्भ* कि भिथा ? हलव-८मयौब्रा कि निछिउ ? आभि गा भण्अलচণ্ডীর শরণ লইব, দেখি, তিনি আমার মঙ্গলবিধান করেন কি না, এ বিপদ হইতে আমায়