পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৰে-মা et& অনুরোধে উহাকে বিলাতে পাঠাইয়া দিয়াছি। এখন সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালগ্নে ডিভিনিটি অধ্যয়ন করিতেছে, কালক্রমে ধৰ্ম্মযাজক হইবে।” ডাক্তার সাহেব মনে মনে বললেন, “ছেলের দক্িিতর তবে ত খুব কঠোর শাজিতবিধানই হইয়াছে।” প্রকাশ্যে অবশ্য কিছু বলিলেন না। পাদ্রী সাহেব বিদায় লইয়া গিজায় গিয়া লোকজনসহ একটা শবাধার পাঠাইল্প দিলেন। পরদিন মতদেহ যথাবতি সমাধিস্থ করা হইল। কিছুদিন পরে দেখা গেল, কবরের শিরোদেশে মাবেল-পাথরে ক্ষোদিত কতকগুলি ইংরাজী কথা লিখিত রহিয়াছে—তাহার অনুবাদ এই—“নামহীন গোত্রহীন দুই বৎসর সাত মাস বযমক শিশু, প্রভূ যীশর কোলে চিরবিশ্রাম লাভ করিল।"