পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিদাসের বিবাহ ○論○。 • যবেক সোল্লাসে বলিল, “করব। কোথা সে মেয়ে ?” “আমার সঙ্গে এস তবে ।”—বলিয়া চড়ামণি কালিদাসকে সঙ্গে করিয়া বংগদেশে প্রত্যাবৰ্ত্তন করিল। রাজধানীর পদতলীবাহিনী নদীতীরে পেপছিয়া চড়ামণি কালিদাসকে সেই নদীতে স্নান করাইয়া, উত্তমোত্তম বঙ্গালাকারে ভূষিত করিয়া, নিকটস্থ এক মন্দিরে তাহাকে লইয়া গিয়া বলিল, “তুমি এখানে চপটি করে বসে থাক। আমি সহরে গিয়ে তোমার জন্যে হাতীঘোড়া লোকলস্কর সব পাঠিয়ে দিচ্চি—তুমি যেও। কিন্তু একটা বিষয়ে সাবধান করে দিই, কাররে সঙ্গে কথাবাত্তা বেশী কোয়ো না—খবে গভীর মেজাজে বসে থাকবে। কঝেছ ?” “যে অজ্ঞে"—বলিয়া কালিদাস সেখানে বসিয়া রহিলেন। চড়ামণি নগরে গিষা রাজাকে সংবাদ দিল, “মগধ দেশের যবেরাজকে পাত্র স্থির করে, তাঁকে নিয়ে এসেছি। আমাক মন্দিরে তিনি অপেক্ষা করছেন—তাঁকে আনবার জন্যে হাতীঘোড়া লোকলস্কর পাঠিয়ে দিন।” এ সংবাদে রাজা অত্যন্ত আনন্দিত হইয়া, তৎক্ষণাৎ যানবাহনাদি প্রেরণ করিলেন । বর আসিলে সকলেই দেখিল—অতি সন্দের যবোপরাষ—রাজকন্যার উপষত্তে পার বটে। চারি দিবস ব্যাপিয়া “লগন" উৎসব চলিল। চম্পক-কলিকা ইতিমধ্যে বর দেখিবার জন্য গোপনে এক দাসী পাঠাইয়া দিয়াছিলেন। বর অত্যন্ত সপেরেষে শুনিয়া তিনিও খসী হইলেন। পঞ্চম দিনে বিবাহ সম্পন্ন হইয়া গেল। রজনীতে কালিদাস শযনমন্দিরে নীত হইলেন। সবৰ্ণময় পালকে পপেস কোমল শয্যায় শয়ন করিবামার, তিনি নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। কিয়ৎক্ষণ পরে রাজকন্যা সোণার থালায় করিয়া “পঞ্চারাঁত” লইয়া প্রবেশ করলেন । বরকে নিদ্রিত দেখিয়া তিনি একটা বিস্মিত হইলেন। জাগাইবার অভিপ্রায়ে, মল ঝমঝেম করিয়া এদিক ওদিক একটু বেড়াইলেন; কিন্তু বরের ঘমে ভাঙ্গিল না । রাজকন্যা তখন বরের নাসিকার নিকট সুগন্ধি পাপগুচ্ছ ধরিলেন—তাহাতেও বর জাগিল না। তাহার পর, গোলাপ-পাশ লইয়া সাশীতল গোলাপজল বরের গায়ে ছিটাইয়া দিলেন —তাহাতেও কোন ফল হইল না। বর না জাগিলে “পঞ্চারীতক্ষ করিবেন কেমন করিযা > তাই লতজার মাথা খাইয়া, বরের গায়ে হাত দিয়া তিনি ডাকিতে লাগিলেন—“ওগো-- শনছ ?” কেই বা শোনে —কালিদাস গভীর নিঃশ্বাস লইতে লইতে আরামে নিদ্রা যাইতেছেন । রাজকুমারী শয্যাপ্রান্তে বসিয়া ভাবিতে লাগিলেন—“এই কি মগধেব রাজপত্রে – এ ত বাপের জন্মে ভাল বিছানায় শোয়নি বলে বোধ হচ্চে।”—মনে মনে তাঁহার রাগ হইতে লাগিল। অবশেষে তিনি পালংক হইতে নামিয়া, বরের হাত ধবিয়া সবলে এক ‘হে'চকা টান মারিলেন। e কালিদাস উঠিয়া বসিলেন। রাজকুমারীর কন্ধ মাত্তি দেখিয়া তাঁহার ভয় হইল। DBBBSDS DS gB BBBD DDBB BBBS DD BB BBBB BB শয়েছি বঝি ? আমায় মাফ করন, আমি ত জানতাম না; রাজভূত্যেরা বললে তাই এখানে শলাম। আমি এখনি চলে যাচ্চি।” ক্ৰোধে রাজকন্যার বাক্যসফরণ হইল না। হস্তদ্বারা ইঙ্গিতে তিনি কালিদাসকে যাইতে

  • পশ্চিমাঞ্চলে ফলশয্যার রাত্রে কন্যা, একটি থালায় করিয়া মালা চন্দন তাবলে প্রভৃতি লইয়া শয়নগহে প্রবেশ করিয়া, স্বামীকে "আরতি করিয়া থাকেন।