পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

॥ বিতীয় পরিচ্ছেদ ৷ দই দিন পরে বেলা ১টার সময়, পলিন তাহার বৈঠকখানায় বসিয়া দই একজন প্রতিবেশীর সহিত আরামে ধর্মপান ও গল্পগজেবে মনে আছে—এমন সময় অতঃপর হইতে তাহার তলৰ আসিল। হ:কাটি একজনের হাতে দিয়া, বাড়ীর মধ্যে প্রবেশ করিয়া সে দেখিল, নিম্নতলের ঢাকা বারান্দার উপর একখানি কুশাসন বিছাইয়া, গ্রামের দৈবজ্ঞ ঠাকুর পজি পৃথি লইয়া বসিয়া আছেন—সুশীলা, কক্ষমধ্যে বারদেশে দাঁড়াইয়া। পলিন বারান্দায় উঠিয়া বলিল, “ঠাকুর মশাই যে ! প্রণাম হই। কতক্ষণ আসা হয়েছে ?”—বলিয়া, তাঁহার পানে চাহিয়া, অন্যের অলক্ষিতে একট হাসিল। দৈবজ্ঞ ঠাকুর হস্তসঙ্কেতে আশীব্বাদ করিয়া গম্ভীর ভাবে উত্তর দিলেন, “বেশীক্ষণ নয়—এই ধন্টাখানেক হল এসেছি বাবা। মা লক্ষয়ী কালই আমায় ডেকে পাঠিয়েছিলেন, তা কাল আর সময় পাইনি, আজ এসেছি।” পলিন ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, “তলব কেন গিন্নী ? দৈবজ্ঞ ঠাকুরকেই বা আনিয়েছ কেন ? নিজের একটা সতীন-টতীন ঠিক কবেছ নাকি ? ঠিকুজী কুঠী মেলাবে ?” সশীলা বলিল, ‘হ্যাঁ, মেলাব। তুমি এখন হাত পা ধয়ে একটা গঙ্গাজল মাথায় দিয়ে ঐ তসরের কাপড়খানা পর দেখি !" BBBB BBBS SSBBBB gB BBB BBD DBBB DuB DDD DDD BDD BB কখনও তাহার কথার অবাধ্য হয না। সে যা পায় তাই খায়-গালিগালাজ, সমাজজনী কিছুতেই আপত্তি করে না।--তা, আমি তসরের কাপড় পরে কি করবো ?” সশীলা বলিল, “দৈবজ্ঞ ঠাকুর তোমার হাত দেখবেন।” পলিন বলিল, “হাত দেখবেন ? কি সৰ্বনাশ ! কই, আমি ত নিজের কোনও অসংখ বিসখে বঝেতে পারছিনে ! ক্ষিদেয় পেট জনলে যাচ্ছে! দোহাই তোমার-আমার ভাতটি যেন বন্ধ কোর না ।” * _ সশীলা বলিল, “যাও—যাও, বড়ো বয়সে আর ঢং দেখে বাঁচিনে ! সে হাত দেখা নয। হাত দেখে, উনি অদটেব ফলাফল বলে’ দেবেন।” t পলিন শুনিয়া হাসিল। বলিল, “তুমি ত জান সাশী ও সবে আমার বিশ্বাস ফিশ্ববাস নেই। মিছে কেন আমায় কম ভোগ করাবে ?” সুশীলা বলিল, “তোমার বিশ্বাস নেই, আমার আছে। আমি যা বলি তা কর।” . সন্ত্রীর পীড়াপীড়িতে অবশেষে পলিনকে বাধ্য হইয়া তসর পরিয়া মাথায় গঙ্গাজলের ছিটা দিয়া দৈবজ্ঞ ঠাকুরের সম্মখে গিয়া বসিতে হইল। ঠাকুর মহাশয় বলিলেন, “দাও দেখি বাবা! ডান হাতখানি দাও।” পলিন হাত বাড়াইয়া দিল। সেখানি লইয়া ঠাকুর মহাশয় বললেন, “যদিও বউমা, তোমার পত্রভাগাটা জানবার জন্যেই বিশেষ ব্যস্ত হয়েছেন, তথাপি পরমায়াটাই আগে পরীক্ষা করতে হয়। কেননা শাস্ত্র বলেছেন—পবোমায়ঃ পরীক্ষেত পশ্চাল্লক্ষণমেব চ। বাঃ-এই ষে বড়ো আঙ্গলে ধনরেখা রয়েছে। শাস্ত্র বলেছেন, ধনবোস্য ভবেৎ পাণেী, পঙ্কজং বাথ তোরণম । তস্যৈশ্বযর্ণশ্চ সাজ্যশ্চ অশীত্যায়ভাবেদ বেম ॥ 曾 বাবা, এতে করে তোমার রাজোচিত ঐশ্বয", আর আশী বছর পরমায় সচিত হচ্চে । আচ্ছা, এইবার তৰে পত্রভাগাটা দেখি।”—বলিয়া তিনি পলিনেৰ পাণিপাশৰ অত্যন্ত মনোযোগের সহিত দেখিতে লাগিলেন —তারপর, হাতখানি ছাড়িয়া দিয়া, সশীলার পানে চাহিয়া বুলিলেন, "একটু পত্রসন্তান তোমার স্বামীর অষ্টে ত রয়েছে দেখছি মাr সশীলা ঘোমটার ভিতর হইতে জিজ্ঞাসা করিল, “বিবাহ কটি ?”