পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২২ ) খাচার পার্থী বলে বনের পার্থী অtয়, খাচায় থাকি নিরিবিলে। বনের পার্থী বলে—না, আমি শিকলে ধরা নাহি দিব । খাচীর পার্থী বলে হায়, আমি কেমনে বনে বহিরিব ? বনের পার্থী গণহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত, খাচার পার্থী পড়ে শিখানে বুলি তার দোহার ভাষা দুই মত। বনের পার্থী বলে খাচার পার্থী ভাই বনের গান গাও দিখি । খাচীর পাখী বলে বনের পাখী তুমি খাচার গান লহ শিখি !