পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬ ) এই মাধুরী ধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়। আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা, যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি । ১৬ ॥ হাম্বীর । কাওয়ালি । ওই কে গো হেসে চায় ! চায় প্রাণের পানে ! গোপন হৃদয় তলে কি জানি কিসের ছলে আলোক হানে । এ প্রাণ নুতন করে’ কে যেন দেখালে মোরে, বাজিল মরম-বীণ নুতন তানে ! এ পুলক কোথা ছিল, প্রাণ ভরি বিকশিল,