পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৯৯ ) বেহাগ থাম্বাজ । একতাল । সখি, ভাবনা কাহারে বলে ? সখি, যাতনা কাহারে বলে ? তোমরা যে বল’ দিবস রজনী ভালবাসা ভালবাস। সখি ভালবাসা কারে কয় ? সে কি কেবলি যাতনাময় ? তাহে কেবলি চোখের জল ? তাহে কেবলি ছুখের শ্বাস ? লোকে তবে করে কি সুখের তরে - এমন দুখের অশ ? আমার চোখেত সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শু্যামল কানন, সকলি আমারি মত ।