পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२ ) মিশ্র ভৈরবী । একতালা । ওই মধুর মুখ জাগে মনে । ভূলিব না এ জীবনে । কি স্বপনে কি জাগরণে ! তুমি জান বা না জনি মনে সদা যেন মধুর বঁাশরা বাজে, হৃদয়ে সদা অtছ বলে । আমি প্রকাশিত পারিনে, শুধু চাহি কাতর নয়নে। ২s r মিশ্র ভৈরো। কাওয়ালি । তারে কেমনে ধরিবে, সখি, যদি ধরা দিলে ! তারে কেমনে কাদাবে, যদি আপনি কঁদিলে ? যদি মন পেতে চাও মন রাখ গোপনে । কে তারে বাধিবে তুমি আপনায় বাধিলে ?