পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७ ) সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল, গৃহহারা হৃদয় লবে কাহার শরণ ! এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে, এনেছি হৃদয় তব পায়— শীতল স্নেহ সুধা কব দান ; দাও প্রেম দাও শান্তি, দাও নূতন জীবন! ২৯ । আলাইয়া । আড়খেম্ট । কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে ! ভুবন ভ্ৰমিলে তুমি, সে এখনো বসে আছে! ছিল না প্রেমের আলো, চিনিতে পারনি ভাল, এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে ! ৩০ ॥