পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २wty a) . নয়নের জলে ভাসায়ে অামারে সে জল দাও মুছায়ে হে। শূন্ত করে দাও হৃদয় আমার আসন পাত’ সেথায় হে, তুমি এস এম নাথ হ’য়ে বস, -ভুলো না আর আমায় হে। ২৮৫ ॥ কীৰ্ত্তনের সুর ; (আমার) হৃদয় সমুদ্র তীরে কে তুমি দাড়ায়ে ! কাতর পরাণ ধায় বাহু বাড়ীয়ে । (হৃদয়ে) উথলে তরঙ্গ চরণ পরশের তরে (তারা) চরণ কিরণ লয়ে কাড়াকড়ি করে । মেতেছে হৃদয় আমার ধৈরজ না মানে, তোমারে বেরিতে চায় নাচে সঘনে । সেখ) ঐ খেনেতে থাক তুমি যেয়োনা চলে (আজি হৃদয় সাগরের বাঁধ ভাঙ্গি সবলে,