পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిe8 ) এ কি অমৃতরসে চন্দ্র বিকাশিলে, এ সমীরণ পুরিলে প্রাণ-হিল্লোলে। এ কি প্রেমে তুমি ফুল ফুটাইলে, কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে। এ কি গভীর বাণী শিখালে সাগরে, কি মধুগীতি তুলিলে নদী কল্লোলে। এ কি ঢালিছ সুধা মানব হৃদয়ে, তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে । ৩৯৩ ॥ রাগিণী দেশ-তাল একতালা । তুমি ছেড়ে ছিলে ভুলে ছিলে বলে cझब्र c१ों कि लं★il झ८ब्रtछ् । মলিন বদন মলিন হৃদয় শোকে প্রাণ ডুবে রয়েছে।