পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২০ ) রাগিণী কর্ণাটী বিঝিই—তাল কাওয়াদি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননি। দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে, জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ-তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী ব’লে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথ, কেঁদে কেঁদে কোথা বেড়াব । ঐ যে হেরি তমল-ঘন-ঘোরা গহন রজনী । ৩২১ ॥ রাগিণী কাফি কানাড়া—তাল চিমাতেতাল।। বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় ! ভব প্রেম লাগি দিবানিশি জাগি, ব্যাকুল হৃদয় ।