পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( осъ ) রাগিণী পূরবী—তাল চৌতাল । .তোমা লাগি নাথ জাগি জাগিহে সুখ নাই জীবনে তোমা বিনা । সকলে চলে যায় ফেলে চির শরণ হে, তুমি কাছে থাক মুখে ছথে নাথ 臀 পাপে তাপে আর কেহ নাহি । ৩৬০ ॥ রাগিণী ভৈরবী—তাল বীপতাল । তোমারে জানিনে হে তবু মন তোমাতে ধায় । তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায় । ,অসীম সৌন্দৰ্য্য তব কে করেছে অনুভব হে, সে মাধুরী চির নব, আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায়।