পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రి( ) অক্ষয় হবে প্রেমবন্ধন, চির দিন হেরিবহে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি । ৩৯ ৷ ভৈরবী । অtড়াঠেকা । অtর কেন, আর কেন ! দলিত কুসুমে বহে বসন্ত সমীরণ । ফুরায়ে গিয়েছে বেলা, এখন এ মিছে খেলা, নিশান্তে মলিন দীপ কেন জলে অকারণ ! আএ যবে ফুরায়েছে তখন মুছাতে এলে ! অশ্রুভর। হাসিভরা নবীন নয়ন ফেলে ! এই লও, এই ধর, এ মালা তোমরা পর, এ খেলা তোমরা খেল সুখে থাক অনুক্ষণ!৪০ ॥