পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( evరీ ) উঠিল ফুটি কত কুসুম পাতি, হেরি তব বিমল মুখ ভাতি। ধ্বনিত বন বিহগ কল তানে, গীত সব ধায় তব পানে । পুৰ্ব্ব গগনে জগত জাগি উঠি গাহিল পূর্ণ সব তব রচিত গানে। প্রেম-রস পান করি গান করি কাননে, উঠিল মনপ্রাণ মম মাতি-- হেরি তব বিমল মুখ ভাতি ৷ ৩৯০ ॥ ভৈরে"-কাওয়ালি। তুমি আপনি জাগাও মোরে তব স্বধা পরশে, হৃদয়নাথ, তিমির রজনী অবসানে হেরি তোমারে। ধীরে ধীরে বিকাশে হৃদয় গগনে বিমল তব মুখভাতি। ৩৯১ ॥