পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( se 3 ) মহেশের প্রেমের জগতে, প্রেমের হইল আজি জয় ॥ ৪১৬ রাগিণী জয়জয়ন্তী—বীপতাল। তুমি হে প্রেমের রবি আলেt করি চরাচর। যত কর বিতরণ অক্ষয় তোমার কর । দু’জনের অ’াখি পরে, তুমি থাক আলো করে, তাহলে অ’াধারে আর বলহে কিসের ডর । তোমারে হারায় যদি, দু’জনে হারাবে দোহে, দু’জনে কঁাদিবে বলি অন্ধ হয়ে ঘন মোহে। এমনি অণধার হবে, পাশাপাশি বসে র’বে তবুও দোহার মুখ চিনিবেন পরপর। দেখে প্রভু চিরদিন, মাখি পরে থেকে জেগে, ! তোমারে ঢাকেনা যেন সংসারের ঘনমেঘে । ২৬